SIR ‘আতঙ্কে’ ফের মৃত্যু, বাদুড়িয়ায় প্রাণ হারালেন ৭৫ বছরের বৃদ্ধা

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: হাসনাবাদের পর এবার ঘটনাস্থল বাদুড়িয়া। ফের এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে ‘আতঙ্কে’ এক জনের মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম অনিতা বিশ্বাস (৭৫)। পরিবারের দাবি, এসআইআর শুনানিতে যাওয়ার পর থেকে জেলের ভীতি ও দুশ্চিন্তার কারণেই স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।

মৃতার পুত্র কাশীনাথ বিশ্বাস জানান, ১৯৯৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেও অজ্ঞাত কারণে ২০০২ সালের এসআইআর তালিকায় তাঁর মায়ের নাম ওঠেনি। গত ৫ জানুয়ারি শুনানিতে গিয়ে নথিপত্র জমা দিলেও আধিকারিকদের থেকে কোনও সদুত্তর বা আশ্বাস পাননি তিনি। অভিযোগ, এরপর থেকেই ‘‘শেষ বয়সে জেলে যেতে হবে’’ এই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন অনিতা দেবী। গত ৭ জানুয়ারি তাঁর স্ট্রোক হয় এবং রবিবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় তৃণমূল নেতা নমাজ সর্দার এই ঘটনার জন্য তাড়াহুড়ো করে SIR প্রক্রিয়া শেষ করার চাপকেই দায়ী করেছেন। তিনি জানান, স্বল্প সময়ে এমন বৃহৎ কাজ করতে গিয়ে সাধারণ মানুষ হয়রানি ও আতঙ্কের শিকার হচ্ছেন। প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার হাসনাবাদেও এক যুবকের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen