নিজের পাওয়া ব্যক্তিগত পুরষ্কার কোহলি রাখেন না নিজের কাছে! কোথায় যায় সেই সব? খোলসা করলেন নিজেই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৫: রবিবার আরও একবার দর্শকদের মন জিতলেন বিরাট কোহলি। শুধু ম্যাচ জেতানো ইনিংস নয়, ব্যক্তিগত সম্মান নিয়ে তাঁর মন্তব্যেও। ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় পায় ভারত। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের ভরসা হয়ে দাঁড়ান কিং কোহলি, যাঁর ব্যাটে ভর করেই ২০২৬ মরশুমের অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।
এই ম্যাচে ৯১ বলে ঝকঝকে ৯৩ রান করেন ভারতীয় ব্যাটিং আইকন। ম্যাচ সেরার পুরস্কার পান নিজের ওয়ানডে কেরিয়ারে ৪৫তম বার। তবে পুরস্কার নেওয়ার মুহূর্তে ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিতে দেখা গেল তাঁকে। পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি জানান, প্রায় ১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে পাওয়া সব ব্যক্তিগত পুরস্কারই তিনি নিজের কাছে রাখেন না। সেগুলি পাঠিয়ে দেন মায়ের বাড়িতে, গুরগরামে।
কোহলি বলেন, “সত্যি বলতে আমি হিসেব রাখি না। সব পুরস্কার মায়ের কাছে পাঠিয়ে দিই। ওগুলো রাখতে আমার মা খুব ভালোবাসেন। নিজের যাত্রাপথের দিকে তাকালে মনে হয়, এটা স্বপ্নের মতো। আমি নিজেরউপরে বিশ্বাস রেখেছি, কঠোর পরিশ্রম করেছি। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন, তার জন্য আমি তাঁর কাছে চির কৃতজ্ঞ।”
কোহলির আউট হওয়ার পর যদিও কিছুটা চাপে পড়ে ভারত। তবে হর্ষিত রানার লড়াকু ইনিংস ও কেএল রাহুলের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের দখলে করেনিতে খুব একটা অসুবিধা হয়নি।
এই ইনিংসের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রেকর্ডও। কোহলি দ্রুততম ব্যাটার হিসেবে ২৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন এবং কুমার সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারক। তাঁর সামনে এখন শুধুই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। সব ফরম্যাট মিলিয়ে ৭১ বার ম্যাচ সেরা হয়ে তিনি ক্রমশ শচীনের ৭৬-এর রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন।