নতুন বছরে নয়া প্রধান বিচারপতি পেল Calcutta High Court

January 12, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৫: নতুন বছরের গোড়াতেই নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি সুজয় পাল হচ্ছেন কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি। তিনিই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে ৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুজয় পালের নাম সুপারিশ করা হয়।

উল্লেখ্য, বিগত সেপ্টেম্বরে কলকাতা হাই কোর্টের তদানিন্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম অবসরগ্রহণ করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন। তিনি মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি পদে যোগ দেন। এরপর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান বিচারপতি সুজয় পাল। এবার তিনিই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন।

প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের পড়াশোনা মধ্যপ্রদেশের জব্বলপুরের স্কুলে। দীর্ঘদিন আইনজীবী হিসাবে কাজ করেছেন তিনি। ২০১১ সাল থেকে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৫ সালের জুলাই মাসে তাঁকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen