মহারাষ্ট্রে বাঙালি শ্রমিককে ‘পিটিয়ে খুন’, মোদী-শাহের ‘ডবল ইঞ্জিন’ মডেলকে তীব্র ভর্ৎসনা তৃণমূলের

January 12, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: পরিযায়ী শ্রমিকের নিথর দেহ গাছে ঝুলছে, আর দিল্লিতে বসে উৎসব করছে বিজেপি! মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক যুবক। পাথর ভাঙার কাজ করে যিনি সংসার চালাতেন, তাঁকে সন্দেহ আর ঘৃণার বশবর্তী হয়ে পিটিয়ে মারা হল। তৃণমূল কংগ্রেস এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, আর অন্যদিকে বিজেপি (BJP) শাসিত রাজ্যেই নৃশংসতার শিকার হচ্ছেন বাঙালিরা। সোমবার দলের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছে রাজ্যের শাসক দল।

তৃণমূলের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra) ঘটা একটি মর্মান্তিক ঘটনা। দলের দাবি, মহারাষ্ট্রে বাসন্তীর এক ১৯ বছর বয়সী পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই যুবক সেখানে পাথর ভাঙার কাজ করে সংসার চালাতেন। তৃণমূলের এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস’ বা স্টেট-এনাবল্ড মব টেরর বলে অভিহিত করা হয়েছে। তাদের বক্তব্য, ভিনরাজ্যে শুধুমাত্র বাঙালি পরিচয় এবং বাংলা ভাষায় কথা বলার অপরাধে পরিযায়ী শ্রমিকদের সন্দেহ, হেনস্থা এবং হত্যার শিকার হতে হচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পোস্টে লেখা হয়েছে, ‘‘মোদী-শাহ বাংলায় এসে আইনশৃঙ্খলার বুলি আওড়ান, অথচ তাঁদের ‘ডবল ইঞ্জিন’ সরকার চলা রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের জীবন আজ দুর্বিষহ। বাসন্তীর ওই যুবকের নৃশংস মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিরাপত্তা ঠিক কতটা তলানিতে।’’

বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির পরিস্থিতির তুলনা টেনে তৃণমূল (TMC) আরও জানায়, পশ্চিমবঙ্গ চিরকালই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে। সম্প্রীতি ও মানবতাই বাংলার ঐতিহ্য। কিন্তু বিজেপির ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে বাঙালিরা আজ দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, যাঁরা নিজেদের রাজ্যে বাঙালিদের নিরাপত্তা ও সম্মান দিতে ব্যর্থ, তাঁরা কোন মুখে বাংলা জয়ের স্বপ্ন দেখেন?

দলের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বাংলা এই ‘বাংলা-বিরোধী’ ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়বে। দেশের যে প্রান্তেই বাংলার সন্তানরা পরিশ্রম করুক না কেন, তাঁদের নিরাপত্তা, মর্যাদা এবং সম্মান সুনিশ্চিত করার দাবি জানিয়েছে জোড়াফুল শিবির।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen