ইরানের সঙ্গে দোস্তির মাশুল! এবার কি ভারতের উপর ৭৫ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৪: ইরান ভারতের বাণিজ্যসঙ্গী। ধীরে ধীরে ইরানের প্রধান পাঁচ বাণিজ্যসঙ্গীর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ভারত। এবার সেই বন্ধুত্বের মাশুল দিতে নয়াদিল্লিকে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া নির্দেশের পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রাম্পের সাফ হুমকি, ইরানের বাণিজ্যিক সঙ্গীদের উপর ২৫ শতাংশ শুল্ক চাপাবেন তিনি। এতেই চাপ বাড়ছে ভারতের উপর।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনও দেশকে আমেরিকার সঙ্গে যে কোনও বাণিজ্য করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটিই চূড়ান্ত নির্দেশ এবং এর কোনও পরিবর্তন হবে না। এই মুহূর্ত থেকে এটি কার্যকর করা হচ্ছে।” এমতাবস্থায় ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে নতুন করে ট্রাম্পের শুল্ককোপের মুখে পড়তে পারে ভারত।
উল্লেখ্য, চাল রপ্তানিতে শীর্ষে ভারত। যার নেপথ্যে ইরান অনেকাংশে দায়ী। ভারত থেকে বাসমতি চাল কেনে ইরান। আগের তুলনায় ভারতের থেকে চাল কেনার বহর বাড়িয়েছে ইরান। বাসমতি চাল ছাড়াও চা, চিনি, টাটকা ফল, ওষুধ, বৈদ্যুতিন যন্ত্র, অলঙ্কার ইরানে রপ্তানি করে ভারত। তেহরান থেকে আপেল, পেস্তা, খেজুর এবং কিউয়ির মতো বিভিন্ন ফল কেনে ভারত। ইরান থেকে বিভিন্ন জৈব এবং অজৈব রাসায়নিকও ভারতে আসে।
ভারতীয় দূতবাসের তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থ বছরে ভারত থেকে ১২৪ কোটি ডলারের পণ্য ইরানে গিয়েছে। ইরান থেকে এসেছে ৪৪ কোটি ডলারের পণ্য। দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে মোট ১৬৮ কোটি ডলারের। বাণিজ্য কমলেও ইরানের সঙ্গে এখনও বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে ভারতের। এবার ট্রাম্পের হুমকির পর কী হয়, তাই দেখার। ভারতের উপর মার্কিন শুল্ক বৃদ্ধি পেয়ে ৭৫ শতাংশ হতে পারে। ভারতের উপর ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। ২৫ শতাংশ শুল্ক আগেই চাপিয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপান তিনি।