ফের ওড়িশা! BJP শাসিত রাজ্যে রহস্যজনকভাবে নিখোঁজ মুর্শিদাবাদের যুবক

January 13, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য আতঙ্ক হয়ে উঠেছে ওড়িশা। বিজেপি শাসিত ওড়িশায় কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন মুর্শিদাবাদের এক যুবক। চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার। পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাওয়া ওই যুবকের নাম মোশারফ শেখ ওরফে মিঠুন। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে মোশারফের পরিবার। মোশারফ গত কয়েক বছর ধরে নিয়মিত ওড়িশার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। সম্প্রতি ওড়িশার সম্বলপুরে জুয়েল রানার উপর হামলার ঘটনার পর মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিক সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেন।

বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বিগত কয়েক মাসে বার বার সামনে এসেছে। এমনকী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা খুনও হচ্ছেন। ওড়িশার সম্বলপুরের শান্তিনগরে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জুয়েল রানাকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। তাতেই আতঙ্কিত হয়ে ওড়িশা ছেড়ে পালাতে গিয়েছিলেন মোশারফ শেখ। পরিবারের দাবি, সেই সময় রহস্যজনকভাবে নিখোঁজ হন মোশারফ। গত ১৫ দিন ধরে মোশারফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে।

পরিবারের দাবি, সম্বলপুরের কুসুমতলা এলাকার এক জায়গা থেকে মোশারফ পালিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন। মোশারফের স্ত্রী শামনুর বিবি জানান, তাঁর স্বামী সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছিল। সম্বলপুর থেকে রওনা হওয়ার আগে তাঁর সঙ্গে শেষবারের মতো ফোনে কথা হয় বলেন জানান মোশারফের স্ত্রী। মোশারফ বলেছিলেন আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে যাচ্ছেন। তারপর থেকে স্বামীর আর কোনও খোঁজ মিলছে না। মোশারফের মা ছেলেকে এনে দেওয়ার জন্য কাতর অনুরোধ জানাচ্ছেন। খবর মিলেছে, রাজ্যের তরফে মোশারফের সন্ধানে সম্বলপুর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen