আর্টিস্ট ফোরামে ভোটের হাওয়া, কাজের আশায় নতুন উদ্যোগ অভিনেতাদের জন্য

January 13, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম-এ। সংগঠনের তরফে ঘোষণা—আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগেই একগুচ্ছ নতুন উদ্যোগের রূপরেখা সামনে আনল ফোরাম, যা সদস্য-অভিনেতাদের দীর্ঘদিনের সমস্যা মেটাতে কার্যকর ভূমিকা নেবে বলেই আশা।

এ বছরের নির্বাচনের সবচেয়ে বড় চমক—সব সদস্যের জন্য অবাধ অংশগ্রহণ। ন্যূনতম সাত বছরের সদস্যপদ থাকলেই যে কেউ প্রার্থী হতে পারবেন। যদিও সভাপতি ও কার্যসভাপতি পদে ভোটের সম্ভাবনা কম। এই দুই পদে বহাল থাকছেন যথাক্রমে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ বার নির্বাচনে জিৎ অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নির্বাচনের পাশাপাশি কর্মহীনতা ঘোচাতে একাধিক বাস্তবমুখী কর্মসূচি হাতে নিয়েছে ফোরাম। অভিনেতাদের অভিযোগ—কাজ নেই। সেই সমস্যা সমাধানেই ঢেলে সাজানো হচ্ছে ফোরামের ওয়েবসাইট। চালু হচ্ছে ‘মেম্বার্স কর্নার’—মাত্র ৫০০ টাকার বিনিময়ে সদস্যরা নিজেদের জীবনীপঞ্জি/পোর্টফোলিও তৈরি করতে পারবেন, যা পরিচিতি বাড়াতে সাহায্য করবে।

কাজ খোঁজার জন্য থাকছে ‘কাস্টিং কর্নার’—এখানে বিনামূল্যে জীবনীপঞ্জি জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই প্রায় ২২০০ সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে ফোরাম, যাঁরা কর্মহীন শিল্পীদের কাজের সুযোগ দেন। আরও থাকছে ‘ই-শুটিং ডায়েরি’—যেখানে সদস্যরা প্রতিদিনের কাজ নিজেরাই নথিভুক্ত করতে পারবেন; কোনও পদস্থ কর্মীর স্বাক্ষরের প্রয়োজন হবে না।

এ ছাড়াও, ফোরামে না এসেই যে কোনও জটিলতা বা অভিযোগ অনলাইনে জানানো যাবে। সুবিধার কথা ভেবে ‘মেম্বার্স কর্নার’ ও ‘কাস্টিং কর্নার’—দুটিই অ্যাপ আকারে চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে সদস্যরা মোবাইলেই সব পরিষেবা পান।

সব মিলিয়ে, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার রদবদল নয়—ফোরামের ভবিষ্যৎ দিশা নির্ধারণেরও গুরুত্বপূর্ণ মুহূর্ত। নতুন ডিজিটাল উদ্যোগ, কাজের সুযোগ তৈরি করার পরিকল্পনা এবং সদস্যদের সরাসরি অংশগ্রহণের সুযোগ মিলিয়ে ফোরাম যে বাস্তব সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে চাইছে, তা স্পষ্ট। এখন দেখার, এই উদ্যোগগুলো কতটা দ্রুত সদস্য-অভিনেতাদের জীবনে কাজের আলো ফিরিয়ে আনতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen