ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’! বাঁকুড়ার খাতড়ায় ‘ফর্ম-৭’ বোঝাই গাড়ি আটকাল তৃণমূল

January 13, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় প্রায় ৩০০০ ‘ফর্ম-৭’ (SIR Form-7) বোঝাই একটি গাড়ি আটকালেন তৃণমূল কর্মীরা। এই ঘটনায় গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই বিজেপি (BJP) কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।

তালড্যাংরা থেকে খাতড়াগামী একটি গাড়িকে ধাওয়া করে আটকায় তৃণমূল। গাড়িতে গুচ্ছ গুচ্ছ পূরণ করা ‘ফর্ম-৭’ পাওয়া যায়, যা সাধারণত ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে (মৃত বা স্থানান্তরিত ব্যক্তির ক্ষেত্রে) ব্যবহৃত হয়।

বাঁকুড়ার খাতড়ায় বিপুল সংখ্যক ভোটার বাতিলের ফর্মসহ গাড়ি আটকের খবর পেয়েই খাতড়া থানায় পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং তৃণমূলের বাঁকুড়া (Bankura) সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় (Tarashankar Roy)।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi) অভিযোগ করেন যে, আটক করা গাড়িটি থেকে পূরণ করা ‘ফর্ম-৭’-এর প্রায় ২০ থেকে ২১টি তাড়া এবং বেশ কিছু খুচরো ফর্ম উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, বিজেপির তালড্যাংরার কর্মীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই বিপুল সংখ্যক ফর্ম পূরণ করে খাতড়ায় নিয়ে যাচ্ছিলেন। মন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে যেনতেন প্রকারেণ বাদ দেওয়াই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। তবে তৃণমূল কর্মীদের তৎপরতায় সেই চক্রান্ত নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

একই বিষয়ে নবান্ন থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি হাতে থাকা ফর্মের ছবি প্রদর্শন করে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, একটি সুনির্দিষ্ট চক্রান্তের মাধ্যমে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এটি তারই প্রমাণ।

বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen