ইরানে ভয়াবহ গণবিক্ষোভ: নিহত ২ হাজার, কঠোর অবস্থানে খামেনেই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: নজিরবিহীন গণবিক্ষোভে উত্তাল ইরান। কট্টরপন্থী ইসলামী শাসন ও মোল্লাতন্ত্রের অবসান ঘটাতে বিদ্রোহী জনগণ। গদি বাঁচাতে সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) ‘দেখামাত্র গুলি’র নির্দেশ দিয়েছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী, সরকারি দমনপীড়নে এখনও পর্যন্ত অন্তত ২ হাজার বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং ১০ হাজারেরও বেশি মানুষ জেলবন্দি।
মূল্যবৃদ্ধি, প্রশাসনিক ব্যর্থতা এবং ধর্মীয় শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ এবার সরাসরি খামেনেইয়ের বিরুদ্ধে বিদ্রোহে রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এই পরিস্থিতিতে হস্তক্ষেপের হুঁশিয়ারি দিলেও, ভারত আপাতত ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। তবে ইরানে (Iran) বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি (New Delhi)। বিশ্লেষকদের মতে, এবারের এই জনরোষ অতীতের যেকোনও আন্দোলনের চেয়ে ভিন্ন এবং তীব্র, যা নিছক ধর্ম বা জাতীয়তাবাদ দিয়ে আটকানো কঠিন হতে পারে।