বিশ্বজুড়ে বিপর্যস্ত এক্স পরিষেবা, সমস্যায় লক্ষ লক্ষ গ্রাহক

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: আচমকাই স্তব্ধ হয়ে গেল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-র পরিষেবা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে না এলন মাস্কের এই প্ল্যাটফর্মটি। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা নামতেই আচমকা X হ্যান্ডল রিফ্রেশ করতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। নতুন কোনো পোস্ট দেখা বা করা সম্ভব হচ্ছিল না। প্রথমে মনে করা হয়েছিল এটি স্থানীয় কোনো নেটওয়ার্কের সমস্যা। কিন্তু সময় গড়াতেই দেখা যায়, শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো বড় দেশগুলোতেও একই চিত্র। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গ্রাহক অ্যাপটি ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই এক্স-এর পরিষেবা ব্যাহত হতে শুরু করে। ব্যবহারকারীরা অভিযোগ করেন যে, টাইমলাইন লোড হতে দীর্ঘ সময় লাগছে। শুধু তাই নয়, নতুন পোস্ট করা এবং ডিরেক্ট মেসেজিং (DM)-এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলোও কাজ করছিল না। বিকেলের পর এই বিভ্রাট চরম আকার ধারণ করে, যার ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে প্ল্যাটফর্মটির স্বাভাবিক পরিষেবা।

মজার বিষয় হলো, মাত্র দু’দিন আগেই এলন মাস্ক ঘোষণা করেছিলেন যে, এক্স-এর কাজ করার পদ্ধতি আরও স্বচ্ছ করতে এর অ্যালগরিদমিক কোড জনসাধারণের জন্য উন্মুক্ত বা ‘ওপেন সোর্স’ করে দেওয়া হবে। সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঠিক পরেই এমন বিশাল মাপের বিভ্রাট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen