কাস্তে, হাতুড়ি ছাড়ার ডাক, বাংলায় সব আসনে একা লড়ার ভাবনা প্রদেশ কংগ্রেসের বৈঠকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪০: জোটে জট বেঁধেছে অনেকদিন। ভোট এখন দুয়ারে, এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার দলের সিপিআইএম নির্ভরতা কমাতে চাইছেন। শোনা যাচ্ছে, দিকে দিকে দলের জেলা নেতাদের মত এমনটাই। বিধানসভায় একা লড়ার প্রস্তাব দিয়েছে কংগ্রেসের সিংহভাগ জেলা নেতৃত্ব। দায়িত্ব নেওয়ার পর শুভঙ্কর সরকারের গলাতেও এমন সুর আগেই শোনা গিয়েছিল। তবে রাজ্যের সব আসনে একা লড়ার শক্তি, সংগঠন কি কংগ্রেসের আছে? সে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
প্রার্থী নিয়ে মতামত জানতে জেলা সভাপতিদের সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠক করেছেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। সূত্রের খবর, প্রায় প্রত্যেক জেলা সভাপতিই একা লড়ার পক্ষে সওয়াল করেছে। কেউ কেউ সাফ বলেছেন, জোটে যাওয়ার প্রশ্নই নেই। সব মিলিয়ে অধিকাংশই একলা চলার পক্ষপাতী।
ছাব্বিশের নির্বাচনের আগে কলকাতায় দেশের তাবড় কংগ্রেস নেতাদের এনে বড় সমাবেশ করাতে চাইছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আসা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীকে আনার দাবিও উঠেছে। ২৮ জানুয়ারি শহিদ মিনারে সমাবেশের প্রস্তাব ছিল। কংগ্রেস হাইকমান্ড সময় আরও পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে। এখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেতাজি ইনডোরে সভা করার কথা ভাবা হয়েছে।
পাশাপাশি ওই বৈঠকে বিধানসভা পিছু তিনজন করে প্রার্থীর নাম জানতে চেয়েছেন শুভঙ্কর সরকার। জেলা সভাপতিরা যা তালিকা দিয়েছেন, তারপরও অনেকে বিধান ভবনে দলের সদর দপ্তরে এসে প্রার্থী হতে চেয়ে বায়োডাটা দিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষিতে জোট নিয়ে জেলা সভাপতিদের মত জানতে চান প্রদেশ সভাপতি। সূত্রের খবর, এবার কংগ্রেস হাইকমান্ড ভোট বা জোট সংক্রান্ত প্রস্তাব, দলের স্ট্র্যাটেজি কী হওয়া উচিৎ, এসব নিয়ে তৃণমূলস্তরে বাড়তি গুরুত্ব দিতে বলেছে। জেলা থেকে ব্লক সকলের মত নিয়ে রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে। মুর্শিদাবাদ জেলা বৈঠকে অংশই নেয়নি। সব কেন্দ্রে নিজেদের প্রার্থী পক্ষেই সংখ্যাগরিষ্ঠের মত। কেউ কেউ বাম আবার দক্ষিণ ২৪ পরগনা টাউনের সভাপতি মহম্মদ মোক্তার তৃণমূলের সঙ্গে জোটের কথা বলেছেন।