AIFF-ক্লাব বৈঠকে বড় সিদ্ধান্ত, এবারের লিগে হবে না প্লে-অফ , ফেব্রুয়ারিতে শুরু ISL চলবে ১৭ মে পর্যন্ত

January 14, 2026 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪০: ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫–২৬ মরসুম অবশেষে বাস্তবের পথে এক ধাপ এগোল। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও অংশগ্রহণকারী সমস্ত ক্লাবের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই স্পষ্ট হলো আসন্ন মরসুমের সময়সূচি, ফরম্যাট এবং ভবিষ্যৎ রোডম্যাপ। উল্লেখযোগ্যভাবে, ক্লাবগুলির আনুষ্ঠানিক সম্মতির পর এটাই ছিল প্রথম সরকারি বৈঠক।

এই বৈঠকে নিশ্চিত করা হয়েছে, ISL ২০২৫–২৬ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ১৭ মে। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার নির্দিষ্ট ক্যালেন্ডার সামনে এলো। তবে বড় সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, আসন্ন মরসুমে কোনও প্লে-অফ থাকবে না। লিগ চলবে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে। মোট ১৪টি দল অংশ নেবে, যার মধ্যে নতুন সংযোজন গতবারের আইলিগ জয়ী ইন্টার কাশিও রয়েছে। এই ফরম্যাটে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৯১টি।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে লিগ শেষ করতে সপ্তাহান্তে ডাবল হেডার ম্যাচের পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার, শনিবার ও রবিবার এই দিন গুলিতে দুটি করে ম্যাচ হবে। ম্যাচের কিক-অফ সময় নির্ধারিত হয়েছে বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। বৃহস্পতিবারে একটিমাত্র ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ভেন্যু আগেই চূড়ান্ত হওয়ায় প্রস্তুতির কাজ আরও দ্রুত এগোবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, ক্লাবগুলির পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির জন্য প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশনস ও ফিক্সচার্স কমিটি, RFQ কমিটি, মার্কেটিং ও ডিজিটাল কমিটি এবং স্পনসরশিপ কমিটি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে AIFF জানিয়েছে, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারদের জন্য RFP জারি করা হবে যথাক্রমে ১৪ ও ১৫ জানুয়ারি। ৫ ফেব্রুয়ারির মধ্যে পার্টনার অনবোর্ডিং সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে AFC-র কাছে ACL 2 সংক্রান্ত বিশেষ ছাড় চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

আর্থিকভাবে, পুরো মরসুমের বাজেট ধরা হয়েছে ২৪.২৬ কোটি টাকা। এর মধ্যে AIFF দেবে ৯.৭৭ কোটি টাকা, প্রতিটি ক্লাব দেবে ১ কোটি করে। দীর্ঘমেয়াদে লিগকে স্থিতিশীল করতে ২০২৬-এর পরের জন্য অংশগ্রহণ চুক্তি ও বাণিজ্যিক কাঠামো চূড়ান্ত করার পরিকল্পনাও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen