চার বছর পর ফের সিংহাসনে বিরাট কোহলি, আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর

January 14, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২০: বিরাট কোহলির দুরন্ত ফর্ম ফের একবার বিশ্ব ক্রিকেটে তাঁর আধিপত্যের প্রমাণ দিল। দীর্ঘ প্রায় চার বছর পর ফের আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের এই তারকা ব্যাটার। জুলাই ২০২১-এর পর এই প্রথম তিনি এক নম্বর স্থানে ফিরলেন, টপকে গেলেন সতীর্থ রোহিত শর্মাকে। রবিবার ভদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯১ বলে ৯৩ রানের ইনিংসই কোহলির এই প্রত্যাবর্তনের প্রধান কারণ।

কেরিয়ারের একাদশতম বারের মতো ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিং ধারাবাহিকতা নজরকাড়া—নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ১৩৫, ১০২ ও অপরাজিত ৬৫ রানের ইনিংস, পাশাপাশি অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭৪ রান কোহলিকে আবার শীর্ষে ফেরাতে সাহায্য করেছে।

২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিলেন কোহলি। এখনও পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি শীর্ষস্থানে কাটিয়েছেন, যা কোনও ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে সর্বাধিক। সর্বকালের তালিকায় তিনি রয়েছেন দশ নম্বরে, যেখানে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস (২,৩০৬ দিন)।

এদিকে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও রোহিত শর্মাকে পিছনে ফেলেছেন। শীর্ষ তিন ব্যাটারের মধ্যে মাত্র ১০ পয়েন্টের ব্যবধান থাকায় আগামী দিনে লড়াই আরও জমজমাট হতে চলেছে। অন্যদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন কে এল রাহুল, ডেভন কনওয়ে, মহম্মদ সিরাজ ও কাইল জেমিসন।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও বড় পরিবর্তন—অ্যাশেজে শতরানের সুবাদে ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ এগিয়েছেন, শীর্ষে রয়েছেন জো রুট। বোলারদের মধ্যে মিচেল স্টার্কের দুর্দান্ত সিরিজ তাঁকে পৌঁছে দিয়েছে তিন নম্বরে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে, পাকিস্তানের একাধিক ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে লাভবান হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen