SIR-র গেরোয় দাম্পত্য অশান্তি! BLO স্বামীর হাত থেকে নোটিস পেয়ে অগ্নিশর্মা স্ত্রী

January 14, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: SIR এখন রীতিমতো গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এক স্কুল শিক্ষকের কাছে। BLO হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্ত্রীকেই শুনানির নোটিস ধরিয়ে এখন তিনি পড়ছেন ঘরোয়া কলহের মুখে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কাটোয়ার কেতুগ্রাম (Ketugram) ২ ব্লকের কোরলা গ্রামে।

আমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা স্থানীয় ১৬৫ নম্বর বুথের বিএলও দেবশংকর চট্টোপাধ্যায়। সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তথ্যের গরমিল বা ‘ডিসক্রিপেন্সি’ যাচাইয়ের জন্য তিনি স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের হাতে শুনানির নোটিস তুলে দেন। আর তাতেই বাধে বিপত্তি। স্বামীর হাত থেকে নোটিস পেয়েই অগ্নিশর্মা স্ত্রী। তাঁর অভিযোগ, “রাতে ঘুমাতে ঘুমাতে কাজ করলে ভুল তো হবেই।” যদিও স্ত্রীর মানভঞ্জনে বিএলও স্বামীর দাবি, এই ভুল তাঁর নয়। এমনকি বাবার নামের তথ্যে গরমিল থাকায় খোদ বিএলও-কেও শুনানির জন্য তলব করা হয়েছে।

জানা গিয়েছে, ওই বুথের মোট ৭১২ জন ভোটারের মধ্যে দ্বিতীয় দফায় ৬২ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে, যার মধ্যে দেবশংকরবাবু ও তাঁর স্ত্রীও রয়েছেন। অনিন্দিতা দেবীর ক্ষেত্রে তাঁর বাবার সঙ্গে বয়সের ফারাক নিয়ে কমিশন প্রশ্ন তুলেছে। বুধবার কেতুগ্রাম ২ বিডিও অফিসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানি দিয়ে বাড়ি ফিরলেও স্ত্রীর রাগ কমেনি। দেবশংকরবাবুর আক্ষেপ, কমিশনের এই গণহারে তথ্য বিভ্রাটের জেরে একদিকে যেমন সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে তাঁকেও বাড়িতে স্ত্রীর রাগের মুখে পড়তে হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen