পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢোকা ব্যান করল হাই কোর্ট
রাজ্যের ছোটো বড় সমস্ত পুজো প্যান্ডেলই নো এন্ট্রি বাফার জোন, প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেট। লেখা থাকবে নো এন্ট্রি জোন। মন্ডপে ১৫ থেকে ২৫ জনের বেশি নয়। আগে থেকে উদ্যোক্তাদের নামের তালিকা দিতে হবে। যে ৩৪ হাজার কমিটি অনুদান নিয়েছেন তাঁদের প্রত্যেকে হলফনামা দিতে হবে। পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল হাইকোর্ট। পাশাপাশি এদিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে অ্যাওয়ারনেশ ক্যাম্পেইন করতে হবে প্রশাসনকে।
পুজোয় স্বাস্থ্যবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল চিকিৎসকমহল। রাজ্যে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। শুনানিতে জানতে চাওয়া হয় ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা। পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরিতেও মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট। বলা হয়, এতে কোন সন্দেহ নেই রাজ্য পর্যাপ্ত গাইডলাইন করেছে। এটাও ঠিক যে পুলিস, প্রশাসন তাদের সর্বোচ্চ দিয়ে গাইডলাইন পালন করবেন।
হাইকোর্টের পর্যবেক্ষণ, ৩ হাজার পুজো মণ্ডপ আছে। ৩০ হাজার পুলিস আছে। বাড়তি হলেও ৩২ হাজার হতে পারে। ফলে ট্রাফিক কন্ট্রোল, রোজকার বিভিন্ন তদন্তের কাজ করে তিন হাজার পুজোমন্ডপ ভিড় সামলানো সম্ভব নয়। পর্যাপ্ত স্বাস্থ্য পরিসেবা-সহ একাধিক পরিসেবা নেই। তাই আমাদের কাছে উৎসব বলেই না দেখে ছাড়া সম্ভব নয়।