কোভিড পজিটিভ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ
কোভিড পজিটিভ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। গত মাসেই বিহারের নির্বাচনে বিজেপির দায়িত্বে নিযুক্ত করেছিল দল। বিহারের বিধানসভা নির্বাচনে দলীয় কাজকর্মের সমস্ত দায়ভার তাঁকেই সামলাতে হচ্ছিল। আর মাত্র চারদিন পর থেকেই শুরু হতে চলেছে নির্বাচন। কিন্তু দায়িত্বপ্রাপ্তই এখন করোনায় আক্রান্ত হয়ে পড়লেন।
কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তিনি টুইট করে জানান, ‘লকডাউন জারি হওয়ার পর থেকে আমি সমানে কাজ করে গিয়েছি। আর তাই ঈশ্বর সম্ভবত চাইছিলেন যে আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বিশ্রাম করি। আমি করোনা পজিটিভ। বাড়িতে আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র চলছে। যাঁরা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছে, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করে নিন।’
আসন্ন নির্বাচনটি তিনটি দফায় হবে৷ বিধানসভা আসনের সংখ্যা ২৪৩। ২৮ অক্টোবর এবং ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর ভোট গণনা হবে। কিন্তু তার আগেই বিজেপির দায়িত্বপ্রাপ্ত ফড়নবিশ ও বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি করোনা আক্রান্ত হয়ে পড়লেন।