বাংলায় সীমিত সংখ্যক লোকাল ট্রেন চালাতে রেলকে চিঠি রাজ্যের
বাংলায় সাধারণ মানুষের সুবিধের কথা মাথায় রেখে রেলমন্ত্রককে (Indian Railway) কিছু সংখ্যক লোকাল ট্রেন চালানোর আর্জি জানাল রাজ্য সরকার।
এদিন স্পেশাল ট্রেন চালানোর অনুরোধে রেলকে চিঠি লেখেন অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী। চিঠিতে বলা হয় সাধারণ মানুষের সুবিধার্থে মেট্রো, বাস, আন্তর্জাতিক উড়ান, সবকিছুই চালু করার অনুমতি দিয়েছে রাজ্যসরকার। এখন সব স্তরের মানুষের কথা মাথায় রেখে যেন কিছু লোকাল ট্রেন (Local Train) চালানো হয়।
চিঠিতে এও বলা হয় যে শুধুমাত্র রেলের কর্মচারীদের জন্যে ট্রেন চালানো হচ্ছে। এতে মর্মাহত রাজ্য সরকার। যারা রোজ কলকাতা রুজি রুটির সন্ধানে আসে তাদের কথা ভেবে রেলমন্ত্রক যেন স্বাস্থ্য বিধি মেনে কিছু স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করে।
চিঠিতে এও মনে করিয়ে দেওয়া হয় যে মেট্রো (Metro Rail) এবং কোভিড স্পেশাল (Covid Special) ট্রেন চালানোর ক্ষেত্রে রেলকে সাহায্য করেছে রাজ্য সরকার। সমস্ত রকম স্বাস্থ্য সতর্কতাও মানা হয়েছে। এখন সেইভাবেই স্বাস্থ্য বিধি মেনে সকাল এবং বিকেলে কিছু লোকাল ট্রেন চালানোর আর্জি জানানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে।