রাজ্য বিভাগে ফিরে যান

বাইডেনকে শুভেচ্ছা জানালেন মমতা

November 8, 2020 | 2 min read

ভারতীয় সময় গতকাল মাঝরাতে পেনসিলভেনিয়া দখল করার সঙ্গে সঙ্গেই স্পষ্ট হয়ে যায় যে, আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন-ই (Joe Biden)। রিপাবলিক প্রার্থী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হার স্বীকার না করতে চাইলেও এবং আইনি পদক্ষেপের চ্যালেঞ্জ করলেও তাতে বিশেষ কিছু হেরফের হবে না বলেই খবর। আর তাই বাইডেনের জয় নিশ্চিত হতেই তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক আরও ভাল হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

বাইডেনের জয় নিশ্চিত হতেই মমতা টুইট করে বলেন, “প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জো বাইডেনকে শুভেচ্ছা। জো বাইডেন। একসময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের উন্নতিতে আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল।” ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁকে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের গর্ব বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও মোদীর সম্পর্কের কথা সর্বজনবিদিত। আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ভোট পাওয়ার জন্য মোদীকে (Narendra Modi) হিউস্টনে নিয়ে গিয়ে ‘হাউডি মোদী’ অনুষ্ঠান করেছিলেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পকে ভারতে এনে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ করেন মোদীও। যদিও নির্বাচনে ট্রাম্পের হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেই বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছেন মোদীও।

ভারতীয় সময় শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। প্রত্যাশা মতোই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নিয়মমতো ভোটে জিততে গেলে প্রয়োজন ছিল ইলেকটোরাল কলেজের ২৭০ টি ভোট। পেনসিলভেনিয়া প্রদেশে জয়ের পর বাইডেন পান ২৭৩ টি। আগামী জানুয়ারি মাসে তিনি শপথ নেবেন।

৭৭ বছর বয়সী বাইডেন হতে চলেছেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট। তাঁর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও মহিলা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। এদিকে, ট্রাম্প অবশ্য এখনও পরাজয় স্বীকার করতে রাজি নন। গত কয়েকদিন ধরে তিনি বলে চলেছেন, ডেমোক্র্যাটরা নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করেছে। এদিন বাইডেন যখন জয়ের দোরগোড়ায়, তখনও ট্রাম্প টুইট করে বলেন, ডেমোক্র্যাট প্রার্থী (Democrat Party) যেন ভুল করে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা না করেন। আমিও নিজেকে জয়ী বলে দাবি করতে পারি। আইনি লড়াই সবে শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Joe Biden

আরো দেখুন