দেশ বিভাগে ফিরে যান

অটলকে ঢাল করে বিজেপিকে নিশানা সেনার

November 30, 2020 | 2 min read

প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বে কেন্দ্রে ৩৩ দলের জোট সরকার গঠিত হয়েছিল। সেই এনডিএ (NDA) জোটকে কেউ ‘নীতিহীন, অস্বাভাবিক’ বলেনি। তাহলে মহারাষ্ট্রের জোট সরকারকে এই ভাষায় আক্রমণ করা হচ্ছে কেন? রবিবার দেবেন্দ্র ফড়নবিশের মন্তব্যের সমালোচনা করে একথা বলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। শনিবার মহারাষ্ট্রে এক বছর পূর্ণ করেছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকার। আর এক বছর পূর্ণ হওয়ার দিনেই জোট সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের জোট সরকার সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে। ‘অস্বাভাবিক এবং নীতিহীন’ জোট সরকারের মেয়াদ বেশিদিন নেই বলেও জানিয়েছিলেন ফড়নবিশ। চাঁচাছোলা ভাষায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সমালোচনার জবাব দিয়েছেন শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut)। দলীয় মুখপত্র ‘সামনা’য় রাউত লিখেছেন, বিজেপির মুখে নীতির বুলি শোভা পায় না। তাঁর পাল্টা প্রশ্ন, ‘অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বে কেন্দ্রে ৩৩ দলের এনডিএ সরকার গঠিত হয়েছিল। সেখানে নানা মত ও আদর্শের দল শামিল হয়েছিল। কেউই তখন জোট সরকারকে নীতিহীন বা অস্বাভাবিক বলেনি।’

অবশ্য উন্নয়ন নিয়ে ফড়নবিশের অভিযোগ কিছুটা হলেও মেনে নিয়েছেন রাউত। তাঁর কথায়, ‘কোভিড, লকডাউন, বন্যা, সাইক্লোন নিসর্গ না হলে রাজ্যের চিত্র অন্যরকম হতো।’ তবে সরকারের মেয়াদ বেশি দিন নেই বলে যে মন্তব্য ফড়নবিশ করেছেন, তাকে একহাত নিয়েছেন রাউত। তাঁর কথায়, ‘অনেক বিজেপি (BJP) নেতা বলতে শুরু করেছেন যে মহারাষ্ট্র সরকারের পতন আসন্ন। কিন্তু কীভাবে সরকারের পতন ঘটবে, সেই নিয়ে তাঁরা নীরব রয়েছেন। বিষয়টিকে তাঁরা গোপন রেখেছেন।’ রাউতের মতে, সরকার ফেলার জন্য ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাচ্ছে কেন্দ্র। রাজ্য সরকারকে অস্থির করে তুলতে এদের ব্যবহার করা হচ্ছে। রাউতের কথায়, এই পদ্ধতি ব্যবহার করে মধ্যপ্রদেশে সফল হয়েছে বিজেপি। রাজস্থানে এই পদ্ধতি মুখ থুবড়ে পড়েছে। মহারাষ্ট্রেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে লেলিয়ে দিয়ে সরকার ফেলার কাজ সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Shiv Sena

আরো দেখুন