বাড়ির দরজায় তালা, ফের গৃহবন্দি মেহবুবা মুফতি!
ফের ‘গৃহবন্দি’ জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)! টুইটারে এমনই অভিযোগ করেছেন তিনি। তাঁর মেয়ে ইলতিজা মুফতিও একই অভিযোগ জানিয়েছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কাশ্মীর প্রশাসন কোনও প্রতিক্রিয়া দেয়নি।
অভিযোগ, মধ্য কাশ্মীরের বুদগামে উৎখাত হওয়া গুজ্জর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন পিডিপি নেত্রী মেহবুবা। তার আগেই তাঁর বাড়ির চারপাশে পুলিশি প্রহরা বসে। এমনকী, মেহবুবাকে ‘গৃহবন্দি’ করা হয় বলে অভিযোগ।
মঙ্গলবার সকালে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতে দেখা যায়, তাঁর বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। বারবার দরজা খোলার আবেদন জানিয়েছেন তিনি। তাঁকে গৃহবন্দি (House Arrest) করার নথি দেখানোর দাবিও জানান পিডিপি নেত্রী। কিন্তু দরজার বাইরে থেকে কোনও জবাব মেলেনি।
সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “বিরোধী স্বররোধ করতে বেআইনিভাবে আটক করা কেন্দ্র সরকারে প্রিয় পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। বুদগামে বহু পরিবারকে উৎখাত করা হচ্ছে। আমি সেখানে যেতে চেয়েছিলাম। তার আগে আমাকে ফের গৃহবন্দি করা হল।”
এদিন একই অভিযোগ জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মুফতিও। অভিযোগ, “মা বুদগাম যেতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই আমাদের গুপকার বাড়ির বাইরে কড়া পাহারা বসানো হয়। এমনকী, দরজাও আটকে দেওয়া হয়।” তিনি আরও অভিযোগ করেছেন, “বিজেপি নেতানেত্রীরা সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে যেখানে খুশি যেতে পারছেন। আমার মা নিজের গাড়ি নিয়ে যাবে বলেছিলেন, তাতেও আপত্তি করা হল। উলটে গৃহবন্দি করে দেওয়া হল।”