করোনা আক্রান্ত নাড্ডা, আরোগ্য কামনা মমতার
করোনা (Corona) পজিটিভ বিজেপি সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন। সদ্য বাংলা সফর করে যাওয়ায় নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবরে শোরগোল বঙ্গ বিজেপিতে (BJP)।
ট্যুইটে তিনি লেখেন, ‘করোনার প্রাথমিক কিছু লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, আমার শরীর ঠিক আছে। ডাক্তারের পরামর্শ মতো হোম কোয়ারানটিনের সমস্ত নির্দেশ মানছি। আমার অনুরোধ, বিগত কিছুদিনের মধ্যে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই দয়া করে আইসোলেশনে থাকুন এবং আপনাদের টেস্ট করিয়ে নিন।’
প্রসঙ্গত, গত সপ্তাহে বঙ্গ সফরে এসেছিলেন জে পি নাড্ডা। ভবানীপুর ও ডায়মন্ড হারবারে কর্মসূচি ছিল তাঁর। ওনার কর্মসূচি ঘিরে ডায়মন্ড হারবারে হিংসার ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এরই মধ্যে বাংলা থেকে ফিরতেই দুঃসংবাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জন্যে।
নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবরের পর স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপিতে আতঙ্কের পরিবেশ। কারণ সবেমাত্র দু’দিনের বাংলা সফর করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুদিনে বঙ্গ বিজেপির প্রায় সব শীর্ষ নেতাই সংস্পর্শে এসেছেন। ফলে নিয়ম মোতাবেক তাঁদের সকলকেই কোয়ারানটিনে থাকতে হবে এখন। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরা আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে, তাঁরা সম্পূর্ণই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু বাকি যে সব নেতারা নাড্ডার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সকলকেই এখন টেস্ট করাতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সুস্বাস্থ্যের কামনা করে টুইট করেছেন।