দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ভোটার তালিকায় নাম তুলতে মহিলাদের আগ্রহই বেশি

December 22, 2020 | 2 min read

ভোটার তালিকায় নাম তুলতে আগ্রহ বেশি মহিলাদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম তুলতে যে সব আবেদন জমা পড়েছে, তার নিরিখেই এই তথ্য উঠে এসেছে। নতুন ভোটার বা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে নাম স্থানান্তরের জন্য ৬ নম্বর ফর্ম পূরণ করতে হয়। জেলায় এই ফর্ম জমা পড়েছে তিন লক্ষেরও বেশি। তার মধ্যে ১ লক্ষ ৬০ হাজারের বেশি মহিলা বলে জানা গিয়েছে। পুরুষের সংখ্যা সেখানে ১ লক্ষ ৩৯ হাজারের মতো। দেখা যাচ্ছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে পুরুষের তুলনায় মহিলাদের আবেদনের হার অনেকটাই বেশি। জেলা প্রশাসনের কর্তারা বেশি করে মহিলা ভোটারের (Voter) নাম তালিকাভুক্ত করার জন্য যেভাবে প্রচার করেছিলেন, তার ফল মিলেছে বলেই মনে করা হচ্ছে।

জেলা সূত্রে জানা গিয়েছে, সোনারপুর (উত্তর) বিধানসভা কেন্দ্রে সর্বাধিক মহিলা আবেদন করেছেন। সেখানে সাড়ে ৯ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তারপরে রয়েছে মহেশতলা, ৮ হাজার ৮০০-র কিছু বেশি। কুলতলি, কাকদ্বীপ, বারুইপুর (পশ্চিম) এবং সোনারপুর (পশ্চিম) কেন্দ্রে ছ’হাজারের বেশি মহিলা আবেদন করেছেন। পুরুষ-মহিলা মিলিয়ে সর্বোচ্চ আবেদন জমা পড়েছে সোনারপুর (উত্তর) বিধানসভা কেন্দ্রের জন্য। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মেটিয়াবুরুজ কেন্দ্রে যেখানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম, সেখানে এবার মহিলাদের আবেদনের হার পুরুষদের ছাপিয়ে গিয়েছে। সূত্রের খবর, পুরুষদের থেকে অন্তত এক হাজার বেশি ফর্ম জমা দিয়েছেন মহিলারা। এই এলাকায় বেশি করে মহিলা ভোটারকে তালিকাভুক্ত করতে বিশেষ প্রচার এবং কর্মসূচি নিয়েছিল জেলা প্রশাসন। তার জেরে ভালো সাড়া মিলেছে বলে মনে করছেন জেলার কর্তারা। তবে ডায়মন্ডহারবার থেকে সবচেয়ে কম সংখ্যক মহিলা আবেদন করেছেন বলে জানা গিয়েছে। যদিও তা পুরুষের চেয়ে সংখ্যায় বেশি।

অন্যদিকে, ৮এ নম্বর ফর্ম জমা দেওয়ার নিরিখেও মহিলাদের আবেদনের সংখ্যা তুলনায় বেশি। যাঁরা একটি কেন্দ্রের মধ্যেই ঠিকানা বদল করতে চান, তাঁরাই এই ফর্ম জমা দিয়েছেন। সাধারণত বিয়ের পর অনেক মহিলার ঠিকানা বদল হয়ে যায়। সে কারণেই এই আবেদনের হার একটু বেশি। সব মিলিয়ে ২৬ হাজারের বেশি মহিলা এই ফর্ম জমা দিয়েছেন। অন্যদিকে, ভোটার তালিকায় নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন করার জন্য ৮ নম্বর ফর্ম জমা দিতে হয়। তাতে পুরুষ ও মহিলাদের আবেদনের হার প্রায় সমান সমান। সব মিলিয়ে এই ফর্ম জমা দিয়েছেন দু’লক্ষের বেশি আবেদনকারী।

নাম তোলা, সংশোধন, বাদ দেওয়া ইত্যাদি বিভাগ মিলিয়ে এবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) ছ’লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। তাতে তিন লক্ষের বেশি ফর্ম জমা দিয়েছেন মহিলারাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #Voter list

আরো দেখুন