প্রতীচী বিতর্ক নিয়ে এবার অমর্ত্য সেনকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী
নোবেলজয়ী অর্থনীতিক অমর্ত্য সেনের (Amartya Sen) শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমির খানিকটা অংশ বিশ্বভারতীর। এমনই অভিযোগ তুলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ অমর্ত্য সেন নাকি পালটা বিশ্বভারতীর (Vishva Bahrati) উপাচার্যকে চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছেন। বিজেপিও (BJP) এবিষয়ে নোবেলজয়ীর বিরূদ্ধে সুর চড়িয়েছে। অমর্ত্য সেনের বিরুদ্ধে জমিদখলের মতো অভিযোগ ওঠায় বিশ্বভারতীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banejee)।
এবার এবিষয়ে সরাসরি অমর্ত্য সেনকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।
তিনি লিখলেন, “আপনার পরিবারের সাথে শান্তিনিকেতনের সম্পর্ক বহু পুরোনো। আপনার ঠাকুরদা ক্ষিতিমোহন সেন থেকে শুরু করে আপনার বাবা আশুতোষ সেন সবাই ছিলেন শান্তিনিকেতনের বিশিষ্ট ব্যক্তি। আপনাদের পারিবারিক বাড়ি প্রতীচী আশি বছর আগে তৈরি।
আপনার মতো নোবেলজয়ী সম্মানীয় ব্যক্তির বিরূদ্ধে এরূপ মিথ্যে অভিযোগ ওঠায় আমি মর্মাহত।
দেশের সংখ্যা গরিষ্ঠ শক্তির বিরূদ্ধে আপনার লড়াইই আপনাকে এদের শত্রু করে তুলেছে। তাই এই মিথ্যে অভিযোগ। আপনার লড়াইকে আমি সংহতি জানাচ্ছি”।