দেশ বিভাগে ফিরে যান

১০ বছরে অর্থনীতিতে ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহত্তমপূর্বাভাস ব্রিটিশ সংস্থার

December 27, 2020 | < 1 min read

২০৩০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির(Economy) দেশ হবে ভারত(India)। আর ২০২৮ সালে আমেরিকাকে(USA) টপকে বিশ্বের পয়লা নম্বর স্থান দখল করবে চীনা অর্থনীতি(Chinese Economy)। শনিবার এই দাবি করল ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। সংস্থাটির বার্ষিক রিপোর্টে বিশ্ব অর্থনীতির এই গুরুত্বপূর্ণ পূর্বাভাস দেওয়া হয়েছে।
২০১৯ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম অর্থনীতি হয়ে উঠেছিল ভারত। কিন্তু বিশ্বব্যাপী মহামারীরা মধ্যে ২০২০ সালে ব্রিটেন ফের পঞ্চম স্থানে উঠে এসেছে। ভারত নেমে গিয়েছে ছয় নম্বরে। সিইবিআর-এর দাবি, ২০২৪ সাল পর্যন্ত ব্রিটেন পঞ্চম স্থান ধরে রাখবে। কিন্তু ২০২৫ সালে ব্রিটেনকে টপকে ভারত ফের পাঁচে উঠে আসবে। মহামারীর ধাক্কা কাটিয়ে ২০২১ সালে ভারতীয় অর্থনীতি ৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে। ২০২২ সালে বৃদ্ধির হার হবে ৭ শতাংশ। বৃদ্ধির এই উড়ানে ভর করে ১০ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। ২০২৫ সালে ব্রিটেন, ২০২৭ সালে জার্মানি ও ২০৩০ সালে জাপানকে পিছনে ফেলতে সক্ষম হবে ভারত। ব্রিটেনের এই থিঙ্ক ট্যাঙ্কের আরও দাবি, ২০২৮ সালে আমেরিকাকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে চীন। আগের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সালে আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার কথা ছিল চীনের। কিন্তু কোভিডের ধাক্কা কাটিয়ে ওঠার গতির তুলনামূলক হিসেব বলছে, ২০২৮ সালেই আমেরিকা পিছনে চলে যাবে। এক নম্বর স্থান দখল করবে চীন। ২০৩০ সালের গোড়া পর্যন্ত তিন নম্বর স্থান ধরে রাখবে জাপান। কিন্তু ওই বছরই জাপানকে টপকে যাবে ভারত। দখল করবে তৃতীয় স্থান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Economy

আরো দেখুন