রাজ্য বিভাগে ফিরে যান

রবীন্দ্রনাথ, নেতাজির যোগ্য উত্তরাধিকারী হতে গেলে, বাংলার মানুষকে সাম্প্রদায়িকতাকে প্রত্যাখ্যান করতে হবেঃ অমর্ত্য সেন

December 29, 2020 | < 1 min read

“সব ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিরই নিজস্ব ভিন্ন লক্ষ্য থাকবে। কিন্তু তাদের মিলিত সাধারণ লক্ষ্য হওয়া উচিৎ বাংলা থেকে সাম্প্রদায়িকতার বীজকে উৎখাত করা। তা না হলে রবীন্দ্রনাথ, নেতাজির যোগ্য উত্তরাধিকারি হওয়া যাবে না”। এক জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)।

তিনি বলেন বাংলার মানুষকে সাম্প্রদায়িকতার থাবা থেকে দূরে রাখতে ক্ষমতাসীন দল তৃণমূলের মতো বাম ও অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলিও একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগেও বহুবার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে খোলাখুলি সমালোচনা করেছেন অমর্ত্য সেন।

তাঁর বিশ্বাস বাঙালি অবশ্যই এই সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করবে। এই বর্ষীয়ান হাভার্ড প্রোফেসর এদিন বলেন, “এর আগেও সাম্প্রদায়িকতার কারণে বাঙালি বহু ক্ষতিগ্রস্থ হয়েছে”।

তিনি বলেন, “এটা সর্বদা মনে রাখতে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগররা বাংলাকে একত্রিত দেখতে চেয়েছিলেন এবং তার জন্যে লড়াই করেছেন। তাঁরা কখনো চাননি একই বাংলায় এক সম্প্রদায় অন্যের বিরুদ্ধে লড়ুক”।

অমর্ত্য সেন এদিন বলেন, “বাংলা সাম্প্রদায়িকতার কারণে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, তাই এটিকে প্রত্যাখ্যান করতেও শিখে গেছে”।

এদিন প্রতীচী বিতর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সোজাসুজি বলেন উপাচার্য্য তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন। এবিষয়ে তিনি বলেন, “হয়তো তিনি আমাকে ফাঁসানোর চেষ্টা করে আমার নামের অপব্যবহার করতে চাইছেন। কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হবে না”

TwitterFacebookWhatsAppEmailShare

#Amartya Sen

আরো দেখুন