দেশ বিভাগে ফিরে যান

অষ্টম দফার কৃষি বৈঠকও নিষ্ফলা

January 8, 2021 | < 1 min read

নিজেদের দাবিতে অনড় কৃষকরা। তিন কৃষি আইন (Farm Laws) প্রত্য়াহার না করা হলে বৈঠক থেকে ওয়াক আউট করবেন কৃষকরা। পঞ্চম দফায় কেন্দ্র সরকারের সঙ্গে কৃষকদের বৈঠকের মুখে নিজেদের দাবি নিয়ে এমন কড়া অবস্থানই স্পষ্ট করেছে অল ইন্ডিয়া কিষান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি।

সিংঘু সীমানায় কৃষক নেতা জগমোহন সিং পাটিয়ালা বলেছেন, দেশের সব কৃষকরা এই বৈঠকে যোগ দিতে মনস্থির করেছেন। তিনি বলেছেন, ‘‘পাঞ্জাব, হরিয়ানা, মধ্য়প্রদেশ, কেরল, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ ও অন্য়ান্য় রাজ্য়ে আমাদের পৃথক কৃষক ইউনিয়ন রয়েছে। আমাদের একটাই মঞ্চ, একটাই মোর্চা, একটাই আওয়াজ। কেন্দ্রের কৃষি আইন বাতিল করার আওয়াজ…’’।

তাঁর আরও কথায়, ‘‘আমাদের প্রথম দাবি, কৃষি আইন রদ করতে হবে। যদি সরকার এতে সম্মত থাকে, তাহলে আলোচনা চলবে, না হলে আমরা সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে আসব’’।

উল্লেখ্য়, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন কৃষকরা। অতীতে সরকার পক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনও রফা মেলেনি। এমন আবহে, আগামী ৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছেন কৃষকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Protest, #Farm Laws

আরো দেখুন