নন্দীগ্রামে ব্যর্থ, শুভেন্দুকে ডাকা হল না নাড্ডার রোড শো-তে

দিলীপ ঘোষের ব্যক্তিগত ক্যারিশমায় এবং বিজেপির হাওয়াই যে কয়েকজন সমর্থক জনসভায় আসত, দিলীপ অথবা কৈলাসের সঙ্গে শুভেন্দুকে দেখলে তারাও অশ্রাব্য গালিগালাজ করে সভাস্থলে বিশৃঙ্খলা তৈরি করে চলে যাচ্ছে।

January 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রথমে পশ্চিম মেদিনীপুর এবং গতকাল নন্দীগ্রাম (Nandigram)। অমিত শাহের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিতে যোগদান করার সময় শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার, তার ধারে কাছেও পৌঁছতে পারেননি তিনি। উপরন্তু দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত ক্যারিশমায় এবং বিজেপির যে কয়েকজন সমর্থক জনসভায় আসত, দিলীপ অথবা কৈলাসের সঙ্গে শুভেন্দুকে দেখলে তারাও অশ্রাব্য গালিগালাজ করে সভাস্থলে বিশৃঙ্খলা তৈরি করে চলে যাচ্ছে।

বিজেপির কেন্দ্রীয় কমিটির কাছে এই রিপোর্ট দেওয়ার পরেই আজ রাজ্যে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) রোড শো এবং মঞ্চে জায়গা দেওয়া হলো না শুভেন্দুকে।

গতকাল নন্দীগ্রামের সভায় পুরনো বিজেপি নেতা এবং কর্মীরা দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়র কাছে অভিযোগ জানান, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগদান করার পর থেকে বহু সমর্থক তৃণমূল (Trinamool) অথবা সিপিএমে (CPM) ফিরে যাচ্ছেন।

বিশেষ করে পুরনো বিজেপি (BJP) নেতারা উল্লেখ করেছেন, যে শুভেন্দু অধিকারী কে আমরা এতদিন চোর এবং নারোদা কাণ্ডে ঘুষ খাওয়ার অভিযোগে প্রচার করেছি, এখন জনসভায় দাঁড়িয়ে তার বক্তব্য শুনতে পারবো না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen