দেশ বিভাগে ফিরে যান

৩টি কৃষি আইনে স্থগিতাদেশ, নতুন কমিটি গঠন সুপ্রিম কোর্টের

January 12, 2021 | 2 min read

বিতর্কিত ৩টি কৃষি আইনের (Farm Laws) বৈধতা খতিয়ে দেখতে কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট।  তবে এ নিয়ে যতদিন পর্যন্ত না পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তত দিন আইনগুলি কার্যকর করা যাবে না।

কোনওরকম সংশোধন নয়, কোনও কমিটির সঙ্গে কথা নয়, সম্পূর্ণ ভাবে আইন প্রত্যাহার করতে হবে সরকারকে।  বিতর্কিত তিনটি কৃষি আইন নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কৃষকরা (Farmers)। কিন্তু আইন তিনটির বৈধতা খতিয়ে দেখতে কমিটি গড়া ছাড়া পথ নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। আইন স্থগিত রাখার ক্ষমতা রয়েছে আমাদের। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আইন স্থগিত রাখা যায় না। কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া, যাতে বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা মেলে।

কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে আদালতে যে সমস্ত পিটিশন জমা পড়েছিল, মঙ্গলবার দ্বিতীয় দফায় তার শুনানি শুরু হলে আদালত বলে, ‘‘এর সঙ্গে জীবন ও মৃত্যু জড়িয়ে। আইন তিনটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আমরা। একটানা আন্দোলনের জেরে মানুষের জীবনযাত্রা এবং সম্পত্তির উপরও প্রভাব পড়েছে। যতটা ভাল ভাবে সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা।’’

কৃষি আইনের বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সমস্যার সমাধানই লক্ষ্য। তাই বিশেষ কমিটি গড়ে কৃষকদের কথা শোনা হবে। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।  আদালত জানিয়েছে, আইনের বৈধতার নিয়ে যেমন উদ্বিগ্ন তারা, তেমনই মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষার দায়ও রয়েছে, একটানা আন্দোলনের প্রভাব যার উপর পড়েছে।  কোনও আইন স্থগিত রাখার ক্ষমতাও তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে আইনের বৈধতা খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গড়তে পারে আদালত, যেখানে নিজেদের মতামত জানাতে পারবেন কৃষকরা। 

সোমবার কৃষি আইনের বিরুদ্ধে শুনানিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র। প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ জানায়, কৃষক বিদ্রোহ মেটাতে সদিচ্ছার অভাব রয়েছে কেন্দ্রীয় সরকারের। একগুঁয়েমি করে আইন প্রণয়ন করা হচ্ছে।  গোটা প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকায় শীর্ষ আদালত ‘হতাশ’ বলেও মন্তব্য করেন বোবদে। 

বিতর্কিত ৩টি কৃষি আইন আপাতত স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া ৩টি কৃষি আইনের বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলি একত্রিত করে শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Farmers Protest, #supreme court, #farmers, #Farm Laws

আরো দেখুন