দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর- পুরুলিয়ায় বিজেপিকে আক্রমণ মমতার

January 19, 2021 | 2 min read

একুশের ভোটযুদ্ধের আগে পুরুলিয়ায় গিয়ে BJP-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী। পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি। BJP আসলে পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা থাকবে না। মাওবাদীদের থেকে BJP আরও ভয়ঙ্কর’। মমতা আরও বলেছেন, ‘নির্বাচন এলে বঙ্গালের কথা মনে পড়ে! নির্বাচনের সময় মন্ডা-মিঠাই খাওয়াবে। আর ভোট মিটলে কাঁচকলা খাওয়াবে’।

BJP-কে আক্রমণ করে তৃণমূলনেত্রী আরও বলেছেন, ‘ফেক ভিডিও ছড়াচ্ছে BJP। একদম ওদের বিশ্বাস করবেন না। লোকসভা নির্বাচনে মিথ্যা কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। যখন নির্বাচনের সময় BJP নেতারা আসবেন, তাড়িয়ে দেবেন’। তাঁর সভায় BJP গোলমাল পাকাচ্ছে বলে এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে BJP নেতা তথাগত রায়ের টুইট-যুদ্ধ প্রসঙ্গে এদিন মমতা বলেন, ‘সায়নী ফিল্মে কাজ করে। তাকে ধমকাচ্ছে BJP। বাংলাতে ধমকালে মুখটা লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। বয়স হয়ে গিয়েছে তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে রোজ হুমকি দিচ্ছেন’।

পুরুলিয়ার সভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ের মতোই, কারও বোন, কারও দিদি, কারও আন্টি। আমি আপনাদের পরিবারের একজন’। দলত্যাগীদের নিশানা করে মমতা এদিন বলেন, ‘যাঁরা চলে যাচ্ছেন, বুঝবেন আপদ বিদেয় হয়েছে। তিন ধরনের লোক রয়েছে রাজনীতিতে। লোভী, ভোগী, ত্যাগী’। উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামের সভাতেও তৃণমূলনেত্রীর গলায় এই মন্তব্য শোনা গিয়েছে।

অন্যদিকে, গত সপ্তাহে দলের সঙ্গে ‘মানভঞ্জনে’র পর এদিন পুরুলিয়ায় (Purulia) মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় BJP-কে নিশানা করলেন শতাব্দী রায়। বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেন, ‘BJP মানুষের জন্য কাজ করছেন। যে নেতারা এত কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করুন তো, GST-র টাকা কেন দেয়নি? কেন নতুন সংসদ ভবন বানানো হচ্ছে? কীসের প্রয়োজন নতুন সংসদ ভবনের? সাংসদদের জিজ্ঞাসা করা হয়েছে? সংসদ ভবনের থেকে খাবার, মাথার ছাদ অনেক প্রয়োজন’। শতাব্দী প্রসঙ্গে মমতা এদিন বলেন, ‘ওঁর কথায় আমি মুগ্ধ’।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Mamata Banerjee, #Purulia

আরো দেখুন