দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মেরামত হল নেতাজির পৈতৃক বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ

January 23, 2021 | < 1 min read

অবশেষে নেতাজির(Netaji) জন্মদিনের আগে তড়িঘড়ি মেরামত করা হল তাঁর পৈতৃক বাড়ি। ঘূর্ণিঝড় আম্পান(Cyclone Amphan) এই ভিটের দোতলার বারান্দার ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভেঙে গিয়েছিল বেশ কয়েকটি টালি। তারপর কেটে গিয়েছে সাত মাসের বেশি সময়। কিন্তু তা মেরামত করার কোনও উদ্যোগ দেখায়নি প্রশাসন। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই ভিটেতে আজ নিয়ন্ত্রণ রেখেই দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার তড়িঘড়ি ভাঙা ছাউনি মেরামত করে দিল প্রশাসন। ভাঙা অংশটি কেন মেরামত করা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এলাকাবাসী। তাঁরা বলেছিলেন, নেতাজির জন্মবার্ষিকীকে ঘিরে গোটা দেশে যখন নানা কর্মসূচি নেওয়া হচ্ছে, তখন তাঁর পৈতৃক ভিটের এই দশা হবে কেন। এতে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় এদিন তা মেরামত করা হয়েছে। পাশাপাশি গোটা বাড়িটি আলোয় মুড়ে দেওয়া  হয়েছে। চারপাশের এলাকাও পরিষ্কার করে ঝাঁ-চকচকে করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ancestral house, #West Bengal, #Netaji Subhash Chandra Bose

আরো দেখুন