পেট্রল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড

গত ২০ দিনের মধ্যে এই নিয়ে তিনবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম।

January 23, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

আগুন জ্বালানি। পেট্রলের(Petrol) দাম বাড়ল ২২-২৫ পয়সা ও ডিজেলের(Diesel) দাম চড়ল ২৩-২৭ পয়সা। অতীতের সব রেকর্ড ভেঙে কলকাতায় সর্বকালীন শীর্ষে পেট্রল ও ডিজেলের দর। এখানে দাম বেড়েছে ২৪ পয়সা। অন্যান্য শহরগুলিতেও যেভাবে জ্বালানির দর বাড়ল, তা আগে হয়নি বলেই জানা যাচ্ছে। তেল সংস্থাগুলির নতুন করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার কারণেই শুক্রবার দুই জ্বালানি তেলের দর আকাশ ছুঁল। এর ফলে কলকাতায় পেট্রলের লিটার পিছু দাম হয়েছে ৮৬.৮৭ টাকা। ডিজেলের দাম পৌঁছেছে ৭৯.২৩ টাকায়। ওয়েস্ট বেঙ্গল পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার সেন বলেন, এখনও পর্যন্ত কলকাতায়(Kolkata) এটাই পেট্রল ও ডিজেলের সর্বোচ্চ দর। এত দাম এই শহরে আগে কখনও হয়নি। এদিকে দিল্লিতে পেট্রলের দাম ৮৫.২০ টাকা থেকে বেড়ে হল ৮৫.৪৫ টাকা। বাকি শহরগুলিতেও দামের সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল। চেন্নাই ও বেঙ্গালুরুতে দাম হয়েছে যথাক্রমে ৮৮.১৬ ও ৮৮.৩৩ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হল ৯২.০৪ টাকা। সব বড় শহরে আগুন লেগেছে ডিজেলের দামেও। দিল্লিতে ডিজেল বিক্রি হচ্ছে ৭৫.৬৩ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে দাম বেড়ে হয়েছে ৮২.৪০ টাকা। দেশের অন্তত আটটি শহরে ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেলের দাম।

গত ২০ দিনের মধ্যে এই নিয়ে তিনবার বাড়ল পেট্রল, ডিজেলের দাম। এই অবস্থায় বিশ্ব বাজারে তেলের দাম বাড়লে আরও বড় ধাক্কার মুখে পড়তে হবে দেশের মানুষকে। ফলে তেলের উপর কেন্দ্র ও রাজ্য সরকারগুলির চাপানো কর কমানোর দাবি জোরালো হচ্ছে। জ্বালানি তেলের এই আকাশছোঁয়া দামের ধাক্কায় নাজেহাল হতে হচ্ছে সাধরণ মানুষকেই। বর্ধিত করের ফলে আর্থিক সঙ্কটের মুহূর্তে সরকারের কোষাগারে বাড়তি অর্থ আসছে ঠিকই। কিন্তু এর ফলে মূল্যবৃদ্ধি আরও ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। প্রত্যক্ষভাবে যার ফল ভুগতে হবে সাধারণ মানুষকেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen