রাজ্য বিভাগে ফিরে যান

সংশোধন নয়, আমরা চাই বাতিল হোক নয়া কৃষি আইনঃ তৃণমূল

January 25, 2021 | 2 min read

‘তৃণমূল কংগ্রেস কৃষি বিলে কোন সংশোধনের পক্ষে নেই। আমরা চাই নয়া এই কৃষি আইন বাতিল হোক। আবার নতুন করে তৈরি করা হোক কৃষি আইন। আমরা দেশের প্রতিবাদী কৃষকদের পাশে আছি’। এভাবেই দৃপ্ত কন্ঠে কৃষক আন্দোলন (Farmers Protest) নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ ডেরেক ও’ ব্রায়েন এবং সৌগত রায়। সোমবার দিল্লির তৃণমূল ভবন (Trinamool Bhavan) থেকে সাংবাদিক বৈঠকে দুই সাংসদ তুলে ধরলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের তুলনামূলক ক্ষতিয়ান। এছাড়াও যেখানে গোটা দেশে বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলায় বেকারত্ব ৪০ শতাংশ কমেছে সেই কথাও এদিন তুলে ধরেন সাংসদরা।

প্রথমেই তাঁরা বলেন কৃষকদের জন্যে কেন্দ্রের প্রকল্প পিএম কিষান যোজনা এবং রাজ্যের প্রকল্প কৃষক বন্ধুর কথা।

দেখে নেওয়া যাক কি বললেন তাঁরাঃ
• কৃষকবন্ধু প্রকল্পে কৃষকরা একর প্রতি ৫০০০ টাকা পান। পিএম কিষান যোজনায় (P M Kisan Yojna) ১২১৪ টাকা একর প্রতি পাওয়া যাবে।
• পিএম কিষানে কৃষকের ২ হেক্টর জমি থাকতে হবে। কৃষক বন্ধুতে সেরকম কোন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ পিএম কিষানে ছোট চাষীদের জন্যে কোন নিরাপত্তা নেই।
• রাজ্য সরকার ১৮- ৬০ বছর বয়সী কোন কৃষক মারা গেলে পরিবারকে ২ লক্ষ টাকা দেয়। কেন্দ্রীয় সরকারের প্রকল্পে এরকম কোন সুবিধে নেই।

এরপর তুলনা করা হয় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পেরঃ

দেখে নেওয়া যাক স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের সেই তুলনামূলক খতিয়ানঃ

• স্বাস্থ্যসাথী প্রকল্প ২০১৬ সালে বাস্তবায়িত হয়েছে, সেখানে আয়ুষ্মান ভারত ২০১৮ সালে এসেছে।
• স্বাস্থ্যসাথীতে পুরো টাকাই রাজ্যসরকার দিচ্ছে। আয়ুষ্মান ভারতে ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র সরকার বাকি ৪০ শতাংশ টাকা দেবে রাজ্য সরকার।
• স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে রাজ্যের ১০০ শতাংশ মানুষ। সেখানে কেন্দ্রের প্রকল্পের আওতায় আছে দেশের মাত্র ৪০ শতাংশ জনগণ।
• বাংলা এই প্রকল্পের জন্যে প্রতিবছর ৯২৫ কোটি টাকা খরচ করে। এবছর খরচ করা হবে ২,০০০ কোটি টাকা। অন্যদিকে ২০১৯-২০- তে প্রকল্পের মাত্র অর্ধেক টাকা খরচ করতে পেরেছে কেন্দ্র সরকার।
• স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলা সদস্যের নামে করা হয়। কেন্দ্রের প্রকল্পে এরকম কোন সুবিধা নেই।

এছাড়াও দিল্লিতে এদিনের সাংবাদিক বৈঠকে দুয়ারে সরকার (Duare Sarkar), কন্যাশ্রী প্রকল্পে রাজ্য সরকারের ব্যপক সাফল্যের কথাও তুলে ধরলেন দুই সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farm Laws, #Trinamool Congress

আরো দেখুন