দেশ বিভাগে ফিরে যান

কৃষক বিক্ষোভ স্থলে জল-বিদ্যুৎ লাইন বন্ধ করল যোগী সরকার, উত্তপ্ত দিল্লি-ইউপি সীমান্ত

January 28, 2021 | < 1 min read

হঠাৎ উত্তাল হয়ে উঠেছে দিল্লি উত্তরপ্রেদেশের (Uttar pradesh) সীমান্ত গাজীপুর এলাকা। সেখানে কৃষকরা কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চালাচ্ছিল। তারমধ্যেই যোগী সরকারের পুলিশ কৃষকদের বিক্ষোভ (Farmers Protest) তুলে নিতে বলে। সরকারের পক্ষ থেকে ওই এলাকা রাতের মধ্যেই খালি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু তাতে রাজী নয় বিক্ষোভরত কৃষকরা। সুপ্রিমকোর্ট- ও এই শান্তিপূর্ণ বিক্ষোভের পক্ষেই সওয়াল করেছে। কৃষক নেতা রাকেশ টিকাইত পরিষ্কার জানিয়েছেন, নয়া বিল বাতিল না করা অবধি তারা আন্দোলন থেকে সরবেন না। প্রয়োজনে তারা গুলি খেতেও তৈরি।

গাজীপুরের এই এলাকা কৃষক বিক্ষোভের জেরে ২৬শে নভেম্বর থেকেই সিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার কৃষকরা সেই ব্যারিকেট ভেঙে ট্রাক্টর ৱ্যালি (Tractor Rally) করেন।

কৃষকরা নিজেদের রুট ছেড়ে অন্য রুটে গেলে গোটা শহরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাঁধা অতিক্রম করে কৃষকরা লাল কেল্লায় যান।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষই রাস্তা খালি করার নির্দেশ দিয়েছে।

মথুরা এবং ফতেপুরেও বিক্ষোভ ছোট করার আর্জি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

কৃষক নেতা রাকেশ এদিন লালকেল্লার ঘটনার তদন্তের দাবি জানান। তাঁদের বক্তব্য কৃষকদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করেই এই ঘটনা ঘটানো হয়েছে।

দীপ সিন্ধু বলে এক পাঞ্জাবী অভিনেতার বিরুদ্ধে লালকেল্লায় নির্দিষ্ট সম্প্রদায়ের পতাকা লাগানোর অভিযোগ ওঠে। কৃষকরা এই ঘটনার নিন্দা করেছে, এই ঘটনার সাথে কৃষক আন্দোলনের সম্পর্ককে অস্বীকার করে, ওই ব্যক্তিকে বয়কট করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Farm Laws, #Farmers' protest

আরো দেখুন