রাজ্য বিভাগে ফিরে যান

বাজেটে দরাজ সরকার, বরাদ্দ অনেকটা বাড়ল ‘কৃষকবন্ধু’ প্রকল্পে

February 5, 2021 | < 1 min read

‘কৃষকবন্ধু’ বনাম ‘কিষাণ সম্মান নিধি’। বাংলায় বিধানসভা ভোটের আগে উভয়ের মধ্যে প্রতিযোগিতা আরও জোরকদমে। শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বরাদ্দ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পাশাপাশি তিনি জানালেন, ”কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবেন ভাগচাষিরাও। ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল।”

এই সুবিধা চলতি বছর জুন মাস থেকে লাগু হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, রাজ্যে যাতে কেন্দ্রীয় প্রকল্প ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের টাকা দেওয়া হয়, তার জন্যকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কৃষক কল্যাণে কেন্দ্র বনাম রাজ্যের প্রকল্প নিয়ে রাজনৈতিক তরজা বরাবরের। রাজ্যের দাবি, ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের যে অর্থ কৃষকরা পাবেন, তার চেয়ে বেশি সুবিধা দেওয়া হচ্ছে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে। পালটা কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরাও রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, রাজনৈতিক সংঘাত জিইয়ে রাখতেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের কৃষকদের বঞ্চিত রাখছেন মুখ্যমন্ত্রী।

এ নিয়ে নিরন্তর টানাপোড়েনের পর ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য কেন্দ্রকে পাঠানো হয় রাজ্যের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Governor of WestBengal, #West Bengal Budget 2021, #Krishak Bandhu Scheme

আরো দেখুন