ডব্লুবিসিএস অফিসারদের দাবিদাওয়া মানলেন মুখ্যমন্ত্রী

বিশেষ সচিব পদ ছিল ৬০টি, তা বেড়ে হল ১০০টি। যুগ্মসচিব ২১৫ থেকে বাড়িয়ে ২৫০ করা হল। স্কেল নম্বর ২০ বিসিএএস অফিসারদের খুলে দেওয়া হল।

February 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডব্লুবিসিএস অফিসারদের বিভিন্ন দাবিদাওয়া মানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিধানসভায় নিজের চেম্বারে তাঁদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

পরে সাংবাদিকদের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিডিওরা ৩০ দিনের সবেতন ছুটি পাবেন। ডেপুটি ম্যাজিস্ট্রেটদের ১২০০ টাকা ভাতা বাড়ল। ডব্লুবিসিএস অফিসারদের জন্য পৃথক পে রুল চালু হচ্ছে, যেমন রয়েছে আইএএস অফিসারদের জন্য। বিশেষ সচিব পদ ছিল ৬০টি, তা বেড়ে হল ১০০টি। যুগ্মসচিব ২১৫ থেকে বাড়িয়ে ২৫০ করা হল। স্কেল নম্বর ২০ বিসিএএস অফিসারদের খুলে দেওয়া হল।

মুখ্যমন্ত্রী তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়ায় খুশি ডব্লুবিসিএস (WBCS officers) এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen