দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

খুলে গেল বেলুড় মঠ, খুশি ভক্তরা

February 11, 2021 | < 1 min read

 দীর্ঘদিন পর বুধবার সকালে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল বেলুড় মঠের (Belur Math) দরজা। নির্দিষ্ট করোনাবিধি মেনে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সেখানে ঢুকলেন ভক্তরা। এতদিন পর মঠে ঢুকে মন্দির দর্শন করতে পেরে প্রত্যেকেই খুশি। সকাল সাড়ে ৮টায় মঠের প্রধান দরজা খোলার কথা থাকলেও তার প্রায় এক ঘণ্টা আগে থেকে এদিন মানুষের লাইন চোখে পড়েছে। ঢোকার সময় থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা, হাতে স্যানিটাইজার (Sanitizer) দেওয়া হয়েছে।

মন্দির চত্বরে কাউকে বসে কোথাও ধ্যান করতে অবশ্য দেওয়া হয়নি। এদিন থেকে মঠে সাধারণ মানুষ ঢুকতে পারলেও আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ১৫ মার্চ রামকৃষ্ণ পরমহংসের জন্মতিথিতে মঠ বন্ধ থাকবে ভিড়ভাট্টা এড়ানোর জন্য। হবে না ২১ মার্চের সাধারণ উৎসবের জমায়েতও। যেভাবে এই বছর মানুষ বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি দেখেছেন, সেভাবেই দেখতে পাওয়া যাবে এই দু’’টি অনুষ্ঠান। এদিন কর্তৃপক্ষের তরফে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে প্রত্যেকদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩ থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। তবে প্রসাদ বিতরণ, গুরু মহারাজদের প্রণাম, নরনারায়ণ সেবা, সন্ধ্যারতি দর্শন ইত্যাদি বন্ধ রাখা হচ্ছে। পরবর্তীকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে মঠ কর্তৃপক্ষ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Belur Math, #covid19

আরো দেখুন