রাজ্য বিভাগে ফিরে যান

মেয়েদের জন্য বৃত্তি চালু করেছে সরকার, মহিলা বিজ্ঞানী দিবসে জানালেন মমতা

February 11, 2021 | < 1 min read

আজ ১১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস। বিশ্বের সকল বিজ্ঞানীদের তাঁদের অবদানের জন্যে অভিনন্দন জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাথেই তিনি লেখেন সকল বিজ্ঞানীদের জন্য তিনি গর্বিত।

বিজ্ঞানে বাংলার অবদান প্রসঙ্গে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘বাংলা বিশ্বকে অনেক বড় বড় বিজ্ঞানী উপহার দিয়েছে’। এর সাথেই তিনি জানান বাংলার মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ যোগাতে ২০১৭ সালে রাজ্য সরকার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি প্রকল্প (Bigyani Kanya Medha Britti scheme) চালু করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর মেধাবী ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এই প্রকল্পে পুরস্কার প্রাপকরা প্রতি মাসে ২,০০০ টাকা করে বৃত্তি পায় এবং ৫ বছর ধরে বছরে ২৫,০০০ টাকা করে পায়।

মুখ্যমন্ত্রী তাঁর টুইটে এও জানান যে রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রীদের এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #State Government, #Bigyani Kanya Medha Britti scheme

আরো দেখুন