দেশ বিভাগে ফিরে যান

মুখ পুড়ল বিজেপির, মোদীর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিরাট জয় মহিলা সাংবাদিকের

February 17, 2021 | < 1 min read

সাংবাদিক প্রিয়া রমানির (Priya Ramani)বিরুদ্ধে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের ( M J Akbar) দায়ের করা মানহানির মামলা খারিজ। বুধবার দিল্লির এক আদালত ওই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে। #MeToo আন্দোলনের ঢেউইয়ে এম জে আকবরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সাংবাদিক প্রিয়া রমানি। এর পালটা প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই মামলায় শেষমেষ বেকসুর খালাস হলেন প্রিয়া। বুধবার দিল্লি আদালত প্রিয়াকে বেকসুর খালাস করেছে। এরপরই সংবাদমাধ্যমে প্রিয়া বলেন, ‘আশা করব, এরপর অনেক মহিলা সরব হবেন।’

উল্লেখ্য, কয়েকবছর আগে এ দেশে #MeToo আন্দোলন মাথাচাড়া দেয়। বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে সোচ্চার হতে থাকেন অনেকে। এ নিয়ে সরগরম হয়ে ওঠে সোশাল মিডিয়া। এই পর্বে নাম জড়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের। মন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন আকবর। সাংবাদিকতা পেশায় থাকার সময়ই একাধিক মহিলাকে হেনস্থা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এম জে আকবরের বিরুদ্ধে প্রথম মুখ খোলেন তাঁরই একদা সহকর্মী প্রিয়া রমানি। টুইটারে প্রিয়া আকবরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন। যা ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে।

চাকরির ইন্টারভিউয়ের নামে তাঁর প্রাক্তন বস কীভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, সে কথা ২০১৭ সালের একটি প্রতিবেদনে তুলে ধরেন প্রিয়া। এদিকে, যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই প্রিয়ার বিরুদ্ধে পালটা মানহানির মামলা দায়ের করেছিলেন আকবর। বিতর্কের আবহে কেন্দ্রীয় মন্ত্রী পদে ইস্তফাও দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#MJ Akbar, #Priya Ramani, #me too, #bjp

আরো দেখুন