রাজ্য বিভাগে ফিরে যান

জ্বালানির মূল্যবৃদ্ধি – গরুর গাড়িতে চেপে প্রচারে তৃণমূল প্রার্থী

March 9, 2021 | 2 min read

গোরুর গাড়ি চড়ে অভিনব প্রচারে নামলেন বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। সোমবার দুপুর ১২টা নাগাদ তিনি বোলপুরের ৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা পুর প্রশাসক সুকান্ত হাজরা সহ অন্যান্য তৃণমূল (Trinamool) নেতারা। নির্বাচনী প্রচারের পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদও জানান তৃণমূল প্রার্থী। এদিন গ্যাস সিলিন্ডারের প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে তিনি প্রতিবাদ জানান। এছাড়াও ভুবনডাঙা ৪ নম্বর ওয়ার্ড কমিটির তরফে একটি প্রতিবাদ মিছিলও করা হয়।

যদিও গোরুর গাড়ি চড়ে নির্বাচনী প্রচারকে কটাক্ষ করে বিজেপির (BJP) বীরভূম জেলা সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে। বোলপুরের সাধারণ মানুষ যথেষ্ট বুদ্ধিমান। তৃণমূলের ফন্দি ফিকির আর চলবে না। শেষ হাসি হাসব আমরাই।

নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বোলপুর আসনে ভোট ২৯ এপ্রিল। ইতিমধ্যেই প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলই। সোমবার সকালে বোলপুরের ডাঙালি কালীতলায় পুজো সেরে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা। পুজো সেরে সাংবাদিকদের তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে বোলপুরের ভুবনডাঙার তৃণমূল অফিস থেকে একটি গোরুর গাড়িতে চড়ে নির্বাচনী প্রচার সারেন চন্দ্রনাথবাবু। পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এনে পেট্রল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন। ওই মিছিল ট্যুরিস্ট লজ হয়ে নজরুল পথে পৌঁছয়। সেখান থেকে বিবেকানন্দ পথ হয়ে গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। পরে মিছিল তৃণমূল অফিসে এসেই শেষ হয়। সেখানে সাংবাদিক বৈঠক করেন চন্দ্রনাথবাবু। তিনি বলেন, দলের শুভকামনায় ডাঙালি কালীমায়ের কাছে প্রার্থনা করেছি। এদিন থেকেই প্রচার পুরোদমে শুরু করেছি। স্থানীয় মানুষজনের যেভাবে সাড়া পাচ্ছি, তাতে মনোবল দ্বিগুণ হয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি মানুষকে ঠকিয়েছে। বাংলার সর্বনাশ করতে চাইছে। বিজেপির ভাঁওতা বাংলার মানুষ ভালোই বুঝতে পারছে। বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মানুষ তৈরি আছে।

চন্দ্রনাথবাবু আরও বলেন, দল ১০ বছর ধরে বাংলার মানুষের পাশে থেকে সেবা করেছে। যাঁরা আসল খেলোয়াড়, তাঁরা শুরুতে গা ঘামিয়ে নেন। আমরা এতদিন গা ঘামাচ্ছিলাম। এবার ময়দানে ঝাঁপিয়েছি। খেলা হবে। এবার গোল দেব। গোল করে বিজেপির গোলপোস্ট ফুটো করে বাংলা ছাড়া করব। জিতেই ময়দান ছাড়ব। যারা বাংলার সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে ওয়াকিবহাল নয় তারা এসেছে, সোনার বাংলা করতে। এই বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্ধকার নেমে আসবে। তা সাধারণ মানুষকে বোঝাচ্ছি।

ভুবনডাঙার প্রাক্তন কাউন্সিলর তথা বোলপুর পুরপ্রশাসক সুকান্ত হাজরা বলেন, এলাকার উন্নয়ন নিয়ে মানুষ সন্তুষ্ট। তৃণমূল প্রার্থী এদিন এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষকে তৃণমূলের উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। জেতার ব্যাপারে আশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #fuel price hike

আরো দেখুন