রাজ্য বিভাগে ফিরে যান

‘বাংলা-বিরোধী শক্তির বিরুদ্ধে লড়ব’ নন্দীগ্রাম দিবসে টুইট মমতার

March 14, 2021 | < 1 min read

আজ ১৪ই মার্চ। ২০০৭ সালের এই অভিশপ্ত দিনেই পুলিশের গুলিতে প্রাণ হারান ১৪ জন প্রতিবাদী মানুষ। গ্রামবাসীরা তাঁদের সেই লড়াইয়ে সেই দিন পাশে পেয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কৃষকদের আন্দোলনে তিনিই ছিলেন সহযোদ্ধা। আজ সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেছে। আজ মমতা মুখ্যমন্ত্রী। আজও তিনি রয়েছেন নন্দীগ্রামবাসীর পক্ষেই।

আজ নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে সেই অভিশপ্ত দিনের স্মৃতিচারণও করেন তিনি। দিনটিকে রাজ্যের ইতিহাসের এক কালো অধ্যায় বলে অভিহিত করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী লেখেন, শহীদ হওয়া জমি আন্দোলনকারীদের স্মৃতির উদ্দেশ্যে রাজ্য সরকার প্রতি বছর ১৪ই মার্চ ‘কৃষক দিবস’ হিসেবে পালন করে। দেওয়া হয় কৃষক রত্ন পুরস্কারও। কৃষকরা আমাদের গর্ব। তাদের উন্নতির জন্যে সরকার সর্বদা কাজ করছে।

পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে তাঁর টুইটে। মমতা লেখেন, কৃষকদের আন্দোলনকে সম্মান জানাতে, এবং নন্দীগ্রামের ভাই ও বোনেদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের (Nandigram) ঐতিহাসিক মাটি থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এভাবেই তিনি বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ পরিবার এবং নন্দীগ্রামবাসীর পাশে দাঁড়াতে চান, এমনটাও লিখেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nandigram, #Mamata Banerjee

আরো দেখুন