উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিতে চান কোচবিহারের বিজেপি সহ সভাপতি

March 16, 2021 | 2 min read

দল প্রার্থী না করায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন কোচবিহার (Cooch Behar) জেলা সহ সভাপতি ভবেন রায়। সোমবার তাঁর তৃণমূলে যোগ দেওয়ার কথাও ছিল। এমনকী তৃণমূলের পক্ষ থেকেও তার ব্যবস্থাও করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হতেই গোসানিমারির বাড়ি থেকে আর বেরতে পারেননি তিনি। যদিও ভবেনবাবু ঘনিষ্ঠ মহলে বলেছেন, দুই-একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন। শুধু ভবেনবাবুই নন, সিতাইয়ের প্রার্থী নিয়ে ক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীদের একাংশও। ওই বিক্ষুব্ধ নেতারা দল ছাড়বেন কি না এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

রবিবার দ্বিতীয় পর্যায়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই সিতাই বিধানসভা এলাকার গোসানিমারিতে প্রকাশ্যে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। তাঁরা প্রকাশ্যে দলীয় পতাকা হাতে নিয়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে আসা দীপক রায়কে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না। তাঁর জায়গায় অন্য কাউকে প্রার্থী করা হোক। দীর্ঘদিন ধরে অনেক কষ্ট ও লড়াই করে দলকে যাঁরা ভালো জায়গায় নিয়ে এসেছেন, তাঁদের প্রার্থী না করে দু’বছর আগে আসা নেতাকে প্রার্থী করা হয়েছে। এটা দলের পুরনোদের প্রতি এক ধরনের অবিচার। এটা কোনওভাবেই মানা যায় না। প্রার্থী বদল না হলে প্রকাশ্যেই বিরোধিতা করা হবে। সামগ্রিক পরিস্থিতির জেরে অস্বস্তি বেড়েছে বিজেপি নেতৃত্বের।

বিজেপির (BJP) জেলা সভাপতি ভবেন রায় বলেন, সিতায়ের প্রার্থী আমাদের পছন্দ নয়। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এনিয়ে কথা হয়েছে। দু-একদিনের মধ্যেই কী সিদ্ধান্ত হয়, সেটা আমাদের জানাবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি কবে তৃণমূলে যোগ দেবেন সেবিষয়ে জল্পনা রেখে বলেন, সময় সব উত্তর দেবে। সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক রায় বলেন, ভবেনবাবু আমাদের দলের দীর্ঘদিনের নেতা। তিনি হয়তো কোনও কারণে কষ্ট পেয়েছেন। তাই আবেগের বশে কিছু কথা বলেছেন। তিনি কখনই দল পরিবর্তন করবেন না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই।

এবারের ভোটে সিতাই কেন্দ্রে ফের জগদীশচন্দ্র বসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা দীপকবাবুকে। সিতাই বিধানসভা কেন্দ্রে এবারের ভোটে বিজেপির প্রার্থী হতে চেয়ে ১০ জনের বেশি আবেদন করেছিলেন। প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন বিজেপির দুই জেলা সহ সভাপতি ভবেন রায়, অশোক মণ্ডল এবং দীপক রায়। শেষ পর্যন্ত রবিবার দিল্লি থেকে দীপক রায়কেই প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্ব। আর এরপরেই কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। ২০১১ সালের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রেই তিনি ফব প্রার্থী ছিলেন। পরে ২০১৪ সালে লোকসভা ভোটেও ফব তাঁকে প্রার্থী করেছিল ফব। তবে গত লোকসভা নির্বাচনের পর ফরওয়ার্ড ব্লক ছড়ে বিজেপিতে যোগ দেন পেশায় শিক্ষক দীপকবাবু। এবারের ভোটে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, শুধু ভবেনবাবুই নন, বিজেপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা দুই-তিন দিনের মধ্যেই তৃণমূলে যোগ দেবেন।

বিজেপির জেলা সভাপতি মালতী রাভা রায় বলেন, প্রার্থী কেন্দ্রীয় নেতৃত্ব সবদিক বিচার করে ঠিক করে। সেবিষয়ে আমার কিছু বলার নেই। তবে ভবেনবাবু আমাদের দলের দীর্ঘদিনের নেতা। আগেও তিনি প্রার্থী হয়েছিলেন। তিনি অন্য দলে যাবেন, এটা আমার বিশ্বাস হয় না। আমি তাঁর সঙ্গে কথা বলব। আশা করি সমস্যা মিটে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #bjp, #cooch behar

আরো দেখুন