দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে, ক্ষোভ সাধারণ মানুষের

March 27, 2021 | < 1 min read

নজিরবিহীন অভিযোগ দক্ষিণ কাঁথির মাজনায়। বুথের বাইরে ভোটারদের তুমুল বিক্ষোভ। যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না। তৃণমূলে ভোট দিলে ইভিএমে বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ ভোটারদের। তৃণমূলে ভোট দেওয়ার পর ভিভিপ্যাটে বিজেপির পদ্মফুল সিম্বল আসছে বলে দাবি বিক্ষোভকারীদের।

এই অভিযোগ আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলকায়। বুথের সামনে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। শুধু দক্ষিণ কাঁথির মাজনা নয়, তার পাশের বুথেও একইরকম অভিযোগ উঠে এসেছে। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান বন্ধ হয়ে যায়। ব্য়াপক বিক্ষোভের জেরে অশান্ত হয়ে ওঠে এলাকা। সম্পূর্ণ নতুন করে ভোট গ্রহণেরও দাবি ওঠে।

ঘটনায় সরব হয়েছে তৃণণমূল নেতৃত্বও। নির্বাচন কমিশনের কাছে গিয়েও অভিযোগ জানাবে তৃণমূল। ফলে ভোটের সকাল থেকেই উত্তেজক পরিবেশ দক্ষিণ কাঁথিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #EVM, #Election Comission of India

আরো দেখুন