← রাজ্য বিভাগে ফিরে যান
ভোট দিচ্ছেন বাবা, পাশে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী ছেলে – বিতর্ক ঝাড়গ্রামে
বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভোটকেন্দ্রে সরাসরি ইভিএমের (EVM) সামনে। বিতর্কের কেন্দ্রে বিজেপির ঝাড়গ্রামের প্রার্থী সুখময় শতপথী। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের রঘুনাথপুরের রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শাসকদলের অভিযোগ, কারও ভোট দেওয়ার সময় এভাবে ইভিএমের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। তাহলে উনি কীভাবে এটা করলেন, তা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা দরকার। যদিও এবিষয়ে সুখময়বাবুর দাবি, তাঁর বাবা দেখতে পান না। তাই তিনি প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়েই গিয়েছিলেন। এমনকী বুথে থাকা সব দলের এজেন্টরাও বিষয়টি জানতেন। বুথের প্রিসাইডিং অফিসার বলেন, তাঁর কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।