লোকসভা ভোটে কাজ করিয়ে এখনও ডেকরেটরদের টাকা মেটায়নি কমিশন
২০১৯ লোকসভা ভোটে কাজ করা ডেকরেটররা এখনও সেই টাকা পাননি বলে অভিযোগ। শহরে প্রতি বুথের সামনে প্যান্ডেল করা বা পানীয় জলের শিবিরের যে ব্যবস্থা করা হয়, সেই কাজের টাকা এখনও পর্যন্ত পাননি কোনও ডেকরেটর। টাকা কে মেটাবে, সেই সিদ্ধান্তের টালবাহানাতেই কেটে গিয়েছে প্রায় বছের দুয়েক। কলকাতা পুরসভা সূত্রে, দ্রুত টাকা দেওয়া হবে। নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে কথা হয়েছে।
সূত্রের খবর, ২০১৯ লোকসভা নির্বাচনে কমিশনের নির্দেশে কলকাতার প্রতি বুথের বাইরে প্যান্ডেল করা হয়েছিল। বিভিন্ন বরোতে শহর জুড়ে ৫-৭টি করে ডেকরেটর এই কাজ করেছেন। গড়ে প্রায় ১০ লক্ষ টাকা করে প্রতি বরোতে এই কাজে খরচ হয়েছে। অর্থাৎ ১৬টি বরো ধরলে সেই অঙ্ক দেড় কোটি ছাড়িয়ে যায়। কিন্তু অধিকাংশ ডেকরেটরদের অভিযোগ, দু’বছর পরেও টাকা পাওয়া যায়নি। অথচ নিয়ম মেনে সব বিল পুর সচিবের দপ্তরে জমা করা হয়েছিল।
বিষয়টি পুরসচিব হরিহর প্রসাদ মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি এবিষয় মুখ খুলতে চাননি। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার আরও এক শীর্ষ আধিকারিক জানান, টাকা বকেয়া আছে এটা আমি জানতাম না। বিষয়টি খোঁজ নিচ্ছি। যদিও এই বিষয়গুলি জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-রা দেখেন। আমাদের কলকাতা পুরসভার (Kolkata Municipal corporation) ইঞ্জিনিয়াররা তাঁদের সাহায্য করে থাকেন।
এই টাকা দেবে কে? সেটা নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। একটা সূত্র বলছে, এই টাকা স্থানীয় প্রশাসনের মেটানোর কথা। যদিও, পুরসভার আর একটি সূত্রের দাবি, এটা ঠিক অনেক দিন ধরেই টাকা বাকি পড়ে রয়েছে। টাকা মেটানো নিয়ে একটা টানাপোড়েন রয়েছে। কিন্তু কথা প্রায় চুড়ান্ত হয়ে গিয়েছে। কমিশনই টাকা দেবে। কয়েকদিনের মধ্যেই সেটা দিয়ে দেওয়া হবে।