রাতের অন্ধকারে গোপনে নন্দীগ্রামের দর্গায় যান মমতা বন্দ্যোপাধ্যায়? জানুন আসল ঘটনা

ভিডিওটি কোন গোপন ভিডিও নয়।

March 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাবি

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে নন্দীগ্রামের এক দরগায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থনা করছেন। দাবি করা হচ্ছে যে, সাম্প্রদায়িক প্রতিক্রিয়া এড়াতে উনি সেখানে গোপনে রাতের অন্ধকারে গিয়েছিলেন। ভিডিওটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে থাকতে দেখা যায় আর অন্য একজন দরগায় প্রার্থনা করেন তাঁর হয়ে। পেছনে থেকে আল্লাহ ও আমিন ধ্বনি কানে আসে। আসন্ন নির্বাচনে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য প্রার্থনা করেন ওই ব্যক্তি। ওই ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কিছু পার্টি সদস্যও ছিলেন। তাঁরাও দরগায় প্রার্থনা করেন।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হয় যে, রাতে মুসলমানদের তোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বেলায় হিন্দুদের সঙ্গে প্রতারণা করেছেন। এর সঙ্গে এও দাবি করা হয় যে গোপন ক্যামেরায় তোলা হয়েছে ভিডিওটি।

সত্যতা

ভিডিওটি চলতি বছরের ৮ মার্চের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ সহ সমস্ত সংবাদ মাধ্যমেই এই ভিডিও লাইভ সম্প্রচারিত হয়। সুতরাং, ভিডিওটি কোন গোপন ভিডিও নয়।

জাতীয় সংবাদ মাধ্যমও এই নিয়ে খবর করে। সেখানে দেখা যায়, নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন ও প্রথমে একটি মন্দির ও পরে একটি দরগায় যান।

সুতরাং ভিডিওটি একদমই গোপনে তোলা নয়, যেমনটা ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen