নন্দীগ্রামে জিতবে বিজেপি, বলছে আইপ্যাক? জানুন আসল সত্য
সম্প্রতি তৃণমূলের বর্তমান প্রচার সহায়ক আইপ্যাকের লেটার হেড দেওয়া একটি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
March 29, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দাবি
সম্প্রতি তৃণমূলের বর্তমান প্রচার সহায়ক আইপ্যাকের লেটার হেড দেওয়া একটি পাতার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে নন্দীগ্রামে কোন দল কতো শতাংশ ভোট পেতে পারে তার একটি তালিকা করেছে আইপ্যাক। যাতে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। তারপর রয়েছে তৃণমূল, তারপরে সংযুক্ত মোর্চা এবং শেষে অন্যান্যরা। কোন পঞ্চায়েত কতো গুরুত্বপূর্ণ তারও হিসেব রয়েছে ওই পাতায়। দাবি করা হচ্ছে আইপ্যাকের হিসেবেও নন্দীগ্রামে বিজেপি জিতছে।
সত্যতা
ছবিটি সম্পূর্ণ ভুয়ো। এর সাথে আইপ্যাকের কোন যোগ নেই। তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্টটিকে ভুয়ো বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে মিথ্যে খবর প্রচার করাই বিজেপির স্বভাব।