রাজ্য বিভাগে ফিরে যান

সকাল সকাল ভোট দিন: ‘মা মাটি মানুষ’ কে অবদান মমতার

April 6, 2021 | < 1 min read

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের(West Bengal Elections 2021) তৃতীয় দফার ভোট। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার ৩১ আসনে চলছে নির্বাচন প্রক্রিয়া।

আর ভোটগ্রহণ শুরু হতেই সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি টুইট করেন, “বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন – নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।”

উল্লেখ্য, ২০১৬ সালে তৃণমূল এই ৩১ আসনের মধ্যে ২৯টিতে জিতেছিল। ২টি আসনের ১টি পেয়েছিল সিপিএম এবং ১ কংগ্রেস। অন্য দিকে, ২০১৯ লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল বলছে, এই দুই কেন্দ্রে তৃণমূল এগিয়ে। কিন্তু, হুগলির দু’টি কেন্দ্রে গেরুয়া শিবির এগিয়ে। যদিও লোকসভা নির্বাচনে এই ৩১ কেন্দ্রে ভোট শতাংশ বেড়েছে তৃণমূলের।

নিজেদের গড় ধরে রাখতে মরিয়া তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সভা করছেন। তাই তৃতীয় দফায় জোর টক্কর হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Elections 2021

আরো দেখুন