রক্তস্নাত চতুর্থ দফা, প্রাণ কাড়ল বাহিনী
চতুর্থ দফার নির্বাচনে রক্তস্নাত হল বাংলার মাটি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারালেন চারজন যুবক। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে। আর এর পর থেকেই রাজনৈতিক তরজা, বাদানুবাদে তপ্ত ছিল নির্বাচন। একদিকে যখন উত্তপ্ত উত্তর, দক্ষিণে গাড়ি ভাঙচুরের মিথ্যা অভিযোগ করে ধরা পড়লেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে, একাধিকবার বচসায় জড়িয়ে বিতর্ক সৃষ্টি করেন কসবায় বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান।
আজ ভোট হয় কোচবিহার, আলিপুরদুয়ার, হুগলী, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার ৪৪টি আসনে। শেষ প্রাপ্ত আপডেট অনুযায়ী মোট ভোট পড়েছে ৭৬ শতাংশ। যদিও, শীতলকুচির ঘটনায় ম্লান হয়ে গেছে গণতন্ত্রের এই উৎসব।
লাইভ আপডেট
৫:৪৫: মহেশতলায় ভোট প্রভাবিত করার অভিযোগ পোলিং অফিসারের বিরুদ্ধে। উত্তপ্ত এলাকা।
৫:১৭: “আমাকে গুলি করবে বলে হুমকি দিচ্ছে”, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর
৫:১৫: নির্বাচনের এক দিন আগে বিজেপির কথামত ডিএম, এসপি বদল করা হচ্ছে। তারা জায়গায়গুলোকে চেনেও না! কেন্দ্রীয় সরকার যা বলছে তাই করছে কমিশন, অভিযোগ মমতার
৫:১১: গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিন, শিলিগুড়িতে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
৫:১০: বাংলার মানুষ হত্যার এই রাজনীতি মেনে নেবে না। আমি মানুষকে বলব আরও বেশি করে ভোট দিতে। একটা গুলির বদলা ব্যালটের মাধ্যমে নিতে: শিলিগুড়িতে বললেন মমতা
৫:০৮: সিআরপিএফ আমার শত্রু নয়। বিজেপি জানে বিজেপি হেরে গেছে এবং হেরে গেছে বলে ভোটারদের গুলি করে মারছে, শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
৫:০৭: আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আমিই একমাত্র লড়ছি। এই নির্বাচনে ১৮র বেশি লোক নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন আমাদের দলের: মমতা
৫:০৫: হেরে যাওয়ার ভয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে গেছে বিজেপি। যেন তেন প্রকারে বাংলা দখল করতে চাইছে বিজেপি: শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
৫:০৪: আজকের ঘটনার মূল ষড়যন্ত্রকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের ঘটনার জন্য উনিই দায়ী, শিলিগুড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
৪:৪৪: টালিগঞ্জে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে
৪:৪৩: নাটাবাড়ির ৩১ নম্বর বুথে রবীন্দ্রনাথ ঘোষকে ঢুকতে বাধা। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
৩:৪৩: শীতলকুচিতে ‘ঠান্ডা মাথায় খুন’ – নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিল তৃণমূল।
৩:২১: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার এক্সক্লুসিভ ভিডিও দৃষ্টিভঙ্গির হাতে। দেখুন কী ঘটেছিল সেই মুহূর্তে!
৩:১৭: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর দাদাগিরি! বিজেপিকে ভোট না দেওয়ার ‘শাস্তি’! প্রহৃত সাধারণ ভোটার!
২:৫২: পাঁচলায় তৃণমূলকর্মীকে মারধর বিজেপির, ফাটল মাথা। হাত ভেঙে দেওয়ার অভিযোগ শাসকদলের
২:৪৫: সুভাষগ্রামের নবতারা স্কুলে বিজেপির বিরুদ্ধে ‘ছাপ্পা’ ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের
১:৩২: কোচবিহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
১:৩১: আগামীকাল রাজ্যজুড়ে কালো ব্যাজ পরে কোচবিহারের ঘটনার প্রতিবাদ জানাবে তৃণমূল। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শনে আসবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
১:১৩: শীতলকুচির ১২৫ নম্বর বুথে ভোট বন্ধ করল কমিশন, বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট তলব
১:০০: বিধিভঙ্গের অভিযোগ, নির্বাচন কমিশনকে কড়া জবাব মমতার
১২:৪৫: শীতলকুচির ঘটনার জের, তৃণমূলের একটি প্রতিনিধি দল আজ বেলা ৩টের সময় নির্বাচন কমিশনের দপ্তরে যাবে।
১২:৩২: শীতলকুচির ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। হিঙ্গলগঞ্জের জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় উষ্মা প্রকাশ তিনি করে বলেন, একটি গুলির বদলা হোক একটি ভোটে।
১১.৫০ : চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ। যদিও ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। গাড়ির ভেতর থেকেই জানলার কাচ ভাঙা হয়েছে, দেখা গেল ভিডিওতে
১১:১০: BIG BREAKING শীতলকুচির জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ ব্যক্তি
১০:৫২: ভাঙরে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ সাধারণ মানুষের।
১০:৪৯: বেহালার মল্লিকপুরে তৃণমূল সমর্থকদের ওপর চড়াও হলেন বিজেপি কর্মীরা
১০:৪৮: দিনহাটায় আক্রান্ত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। প্রার্থীর অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিল তাকে।
১০:৩৬: ভেটাগুড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সংবাদমাধ্যম
১০:৩৫: চুঁচুড়ার ঈশ্বরবাহায় লকেট চ্যাটার্জীকে ঘিরে বিক্ষোভ সাধারণ মানুষের
১০.১৫: উত্তরপাড়ায় একটি বুথ পরিদর্শনে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক
১০:১৩: তোপসিয়ায় ভোটারদের বাধাদানের অভিযোগ সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হয়। শুরু হয় কথা কাটাকাটি, বচসা।
১০:১১: ডোমজুড় কেন্দ্রের ১৯১ নম্বর বুথে বিজেপির গুন্ডাবাহিনী তৃণমূলের ভোটারদের বুথে আসতে দিচ্ছে না। এমনটাই অভিযোগ তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের।
১০:১০: ডোমজুড় কেন্দ্রের ১৯৮ নম্বর বুথে বহিরাগত ঢুকিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের।
৯:৫০: শীতলকুচির পাঠানটুলিতে আক্রান্ত রবীন্দ্রনাথ ঘোষ। আক্রান্ত সংবাদমাধ্যমও।
৯:৩৮: নাটাবাড়ি কেন্দ্রের চিলাখানা হাইস্কুলে ভোটারদের বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে ভোটারা বুথের বাইরে রোদে দাঁড়িয়ে রয়েছেন। ইতিমধ্যেই একজন ভোটার অসুস্থ হয়ে পড়েছেন।
৯:৩৬: হুগলির কয়েকটি বুথে ইভিএম বিকল। উত্তরপাড়ার ১০১ নং বুথ, পাণ্ডুয়ার ৪৭ ও ৪৮, চাঁপদানীর সুরেন্দ্র নাথ স্কুলের ২০৮ নং বুথ। এর জেরে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
৯:৩৫: আলিপুরদুয়ারের পাচকোলগুড়ি, আলিপুরদুয়ার জংশন রেল কলোনী ও চকোয়াখেতি-সহ বহু বুথে ইভিএম খারাপ। এখনও পর্যন্ত ওই বুথগুলিতে ভোটগ্রহণ শুরু করা যায়নি।
৯:৩৩: বেহালা পশ্চিমের ২৯৬ নম্বর বুথে ইভিএম বিকল। ৮.৩০-র পর নতুন ইভিএম আসায় ভোট শুরু হয়।
৯:২৭: ভেটাগুড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রামের ২২৭ নং বুথে গোলমাল। তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
৯:২৫: দিনহাটার ভেটাগুড়িতে মহিলা ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়, অভিযোগ ভোটারদের
৯:১৬: এবার কসবায় কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান। সকালে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে
৯:০৯: দিনহাটায় উদয়ন গুহকে ঘেরাও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের, পুলিশের তৎপরতায় সরানো হল অবৈধ জমায়েত
৮:৫৮: সোনারপুর দক্ষিণে ১২৮ নং বুথে তৃণমূল সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৮:৫৬: নাটাবাড়ির ১৭৬, ১৭৭ নং বুথে, দিনহাটার ২৩৬ নং বুথে, কোচবিহার দক্ষিণে ৮৩ নং বুথে, তুফানগঞ্জের ১৮৭ নং বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে না দেওয়া অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৮:৫৫: লাইট কম, উলুবেড়িয়ার ১০৩, ১০৪, ১০১ নম্বর বুথে ইভিএম মেশিন দেখতে পাচ্ছেন না ভোটাররা। উলুবেড়িয়ার ২০ নং ওয়ার্ডের ১৭৪ নং বুথে ইভিএম মেশিন খারাপ
৮:৫৪: সোনারপুর দক্ষিণে ২৩৭ নং বুথে, যাদবপুরের ২৮২, ২৯৯ নম্বর বুথে, রঘুদেবপুরের ৩৮ নং বুথে ইভিএম খারাপ, ভোট শুরু হয়নি, ক্ষুব্ধ মানুষ।
৮:৫৩: বেহালা পূর্বে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী পায়েল সরকার
৮:৪৮: মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, আমি মানুষের আশীর্বাদ পাব বলেই আশাবাদী, বললেন শিবপুরের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি
৮:৩৩: শীতলকুচিতে তৃণমূলকর্মীকে আক্রমণ বিজেপির দুষ্কৃতী বাহিনীর, গুলিচালনায় আহত তৃণমূল কর্মী। নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী, ক্ষুব্ধ মানুষ
৮:২৯: উত্তপ্ত শীতলকুচি, চলল গুলি, এলাকায় কম্ব্যাট বাহিনী
৮:১৯: গ্রামে গ্রামে গিয়ে মানুষকে পদ্মে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ সপ্তগ্রামের তৃণমূল প্রার্থীর
৭:৫৬: নমঃশূদ্র এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইভিএম বিকল, অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের
৭:৫৫: ভোট দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
৭:৩৯: বিভিন্ন জায়গায় তৃণমূল এজেন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনকে ইমেলে অভিযোগ তৃণমূলের
৭:৩১: কসবার সি এন রায় রোডে মানুষকে প্রভাবিত করার চেষ্টা, বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁকে ঘিরে বিক্ষোভ
৭:২১: ভোট শুরু হওয়ার আগে থেকেই যাদবপুরে উত্তেজনা। সিপিএমের এজেন্ট বিপাশা মণ্ডলকে চড় মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৭:২০: সকালবেলাতেই আলিপুরদুয়ারে বিজেপির ক্যাম্প অফিস জনশূন্য, বিড়ম্বনায় বিজেপি
৭:০৫: নিয়ম ভেঙে শীতলকুচিতে লাঠি, বাঁশ হাতে পথ অবরোধ বিজেপির, এলাকায় উত্তেজনা
৬:৫৬: ভোটের দিন সকালে হেলমেট পরে বাড়ি থেকে বেরোলেন নাটাবাড়ির বিধায়ক তথা বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
৬:৫৫: গতকাল রাতে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, অভিযুক্ত আইএসএফ