ভোট পঞ্চমী মিটল নির্বিঘ্নেই, বিক্ষিপ্ত অশান্তি কোথাও কোথাও
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা মিটল নির্বিঘ্নেই। সল্ট লেক, শান্তিপুর, কল্যাণী, মন্তেশ্বরে কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও, মোটের ওপর শান্তিতেই হয়েছে আজকের ভোটগ্রহণ। উত্তরবঙ্গে উল্লেখযোগ্যভাবে কোনও ঘটনা ঘটেনি। শেষ প্রাপ্ত আপডেট অনুযায়ী আজকের দফায় ৭৮.৩৬ শতাংশ ভোট পড়েছে।
আজ জলপাইগুড়ি, কালিম্পঙ ও দার্জিলিং, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার ৪৫টি আসনে আজ ভোট হল। একদিকে উত্তরে যেমন লোকসভার তুলনায় ভালো ফল করার আশায় ঘাসফুল শিবির, তেমনই দক্ষিণে নিজের গড় অক্ষত রাখাটাও চ্যালেঞ্জ তাদের।
পর্যটন মন্ত্রী গৌতম দেব, দমকল মন্ত্রী সুজিত বসু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী তাপস রায়, কীর্তন গায়িকা অদিতি মুন্সি সহ একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল আজ।
লাইভ আপডেট
৬:৩০: ভোটের শেষ লগ্নে এসে অসুস্থ হয়ে পড়লেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ভয়ের কোনও কারণ নেই।
৫:৩০: বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নীলপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ
৫:২৫: কামারহাটিতে ভোট প্রভাবিত করতে গিয়ে জনরোষের শিকার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়
৫.০০ বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ৭৯% ভোটদান
৪:১০: গয়েশপুরে বহিরাগত দুষ্কৃতী নিয়ে এলাকায় গণ্ডগোল করার অভিযোগ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে।
৪:০৬: বর্ধমানের ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৪:০৫: মন্তেশ্বরের রাইগ্রামে তৃণমূলের বুথ এজেন্ট সহ দুই কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চরম উত্তেজনা রয়েছে।
৩:০৬: নদীয়ার গয়েশপুরে বাঁশ, লাঠি নিয়ে রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের। সন্ত্রস্ত এলাকা
৩.০০ বেলা ৩টা পর্যন্ত বাংলায় ৬৯% ভোটদান
২.৪৮ শান্তিপুরের তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে গুলি। বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। সন্তু বাউল নামে এক যুবকের বাঁ হাত ছুঁয়ে যায় গুলি। যখন ওই যুবক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২:৪৭: শিলিগুড়ির মার্গারেট স্কুলের বাইরে উত্তেজনা। বিজেপি সাংসদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের
২:৩৭: পূর্ব বর্ধমানের ২৪৮ নং বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
২:৩৩: মিনাখাঁয় বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির সিপিএম-আইএসএফের দিকে
২:৩০: ময়নাগুড়ির ৭৩ নম্বর বুথে নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১:৪৯: দেগঙ্গার শ্বেতপুর পঞ্চায়েতের কুমারপুর এলাকার ৮১ নম্বর বুথে তৃণমূলের বুথ ক্যাম্প অফিসে আচমকা হামলা চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
১:৪৮: লাঠিচার্জ করে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতির হাত ফাটিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
১:৪৭: মন্তেশ্বরের ২৬৮ নং বুথে ভোটারদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১:৪৫: রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হবিবপুর ১৭ ও ১৮ নম্বর বুথে কয়েকজন ভোটারকে ভোট না দিতে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
১:৪০: ভোট দিয়ে ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আহত হলেন ধূপগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয় বর্মণ
১.১৯: শীতলকুচির পর ফের দেগঙ্গায় গুলি কেন্দ্রীয় বাহিনীর
১২:১০: সল্টলেকে দুষ্কৃতীদের নিয়ে এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের বিরুদ্ধে উঠল ”গো ব্যাক” স্লোগান
১২:০০: সল্টলেকের নয়াপট্টিতে উত্তেজনা। অভিযোগ, ভোটারদের হুমকি দেয় কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির মতো গুলি করব, এই হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
১১:৪৬: চাকদায় আগ্নেয়াস্ত্র নিয়ে বুথে নির্দল প্রার্থী, চাঞ্চল্য এলাকায়
১১:৪৫: নন্দরনগর হাইস্কুলে শ্লথ গতিতে ভোটগ্রহণ, পরিদর্শনে গিয়ে ভোটকর্মীদের সাথে বচসা মদন মিত্রের
১১:৪০: ভোট দেওয়ার ছবি মোবাইলে তুলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন সাধন বিশ্বাস নামক চাকদহের এক বিজেপি কর্মী। কীভাবে তিনি ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে মোবাইল নিয়ে ঢুকলেন সে নিয়েও উঠছে প্রশ্ন।
১১.৩৫ মধ্যমগ্রামে জনশূন্য বিজেপির ক্যাম্প অফিস। দেখুন ছবি
১১:৩০: কৃষ্ণগঞ্জ বিধানসভার গড়াপোতা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২৩৯ ও ২৪০ নম্বর বুথে সংখ্যালঘু ভোটারদের বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের।
১১:২৫: চ্যাংড়াবান্ধায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব
১১:২০: নদীয়ার শান্তিপুরে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ মহিলাদের
১১.০০ সকাল ১১টা পর্যন্ত বাংলায় ৩৬% ভোট
১১.০০ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে সাক্ষাৎ দমদম ও বিধাননগরের দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী, রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসুর। একে অপরকে আলিঙ্গন করে জয়ের শুভেচ্ছা জানালেন তাঁরা
১০:৪০: সব্যসাচী দত্ত দলবল নিয়ে আসায় উত্তপ্ত সল্টলেকের নওদা প্রাথমিক বিদ্যালয় এলাকা
১০.৩১ মন্তেশ্বরে ড্রোন দিয়ে প্রত্যেকটি বুথে নজরদারি চালাচ্ছে পুলিশ
১০:৩০: শিলিগুড়িতে একাধিক বুথে মৃদু আলো থাকার অভিযোগ। ভোট দিতে গিয়ে সমস্যায় পড়ছেন ভোটাররা। নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল রাজনৈতিক দলগুলি।
১০:২৪: নদীয়ার গাজনা গ্রাম পঞ্চায়েতের ২৩৯ ও ২৪০ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, এই বুথ দুটি গাড়াপোতা ও পূর্বপাড়া এলাকায় অবস্থিত।
১০:২৪: বিধাননগরের সমাজ সদন ভোট কেন্দ্রের ২৫২ নম্বর বুথে বেশি ভোট পড়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। বিদায়ী কাউন্সিলর মিনু দাস চক্রবর্তীর অভিযোগ, এখনও পর্যন্ত যত ভোট পড়েছে তার থেকে প্রায় ৩০টি ভোট বেশি দেখাচ্ছে ইভিএম। ইতিমধ্যেই বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানিয়েছেন তিনি।
১০:২০: সল্টলেকের সুকান্তনগরে উত্তেজনা, ইঁটবৃষ্টির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ
১০:১১: কালনা বিধানসভা কেন্দ্রে ২৬০ নম্বর বুথে ইভিএম বিকল। আজ সকাল ৮টা ১৫ মিনিট থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। ভোটারদের মধ্যে ক্ষোভ।
১০:১০: নদীয়ায় সকাল থেকে মোট ২৫টি ইভিএম খারাপ থাকার খবর মিলেছে। এর ৯টি রয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায়।
১০:০৯: নাগরাকাটায় তৃণমূল সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে
১০:০৮: শিলিগুড়িতে ইভিএম বিভ্রাট, ১ ও ৩০ নম্বর ওয়ার্ডের দুটি বুথে ভোটগ্রহণ দেরিতে শুরু
১০:০৭: বর্ধমান উত্তর ১৫৯ নং বুথে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় বলে অভিযোগ। আজ এই অভিযোগে করছেন খোদ তৃণমমূল প্রার্থী।
১০.০০ মন্তেশ্বরের ২৬৮, ২৭৩, ২৭৫, ২৭৬ নং বুথে তৃণমূল কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
৯:৫২: কামারহাটির ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে মৃত্যু পোলিং এজেন্টের
৯.৪১ ভোট দিলেন দমদমের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু
৯:৪০: বরানগরে ১৮টি গাড়ির কনভয় নিয়ে বুথ পরিদর্শনে বিজেপি প্রার্থী পার্নো মিত্র, কমিশনে অভিযোগ তৃণমূল প্রার্থী তাপস রায়ের
৯.৩৬ মাথায় হেলমেট পরে ভোটের ময়দানে বুথ পরিদর্শনে মন্তেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী
৯:৩৫: পূর্ব বর্ধমানের ২১৩ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
৯:৩৪: ময়নাগুড়ি মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৬/২২২,২২৩,২২৭ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
৯:৩৩: ময়নাগুড়ির একাধিক বুথে ইভিএম বিভ্রাট, হয়রা ভোটাররা
৯:৩১: পূঃ বর্ধমানের ২৫৮ নং বুথে তৃণমূল সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯:৩২: রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের ১১৭, ১১৮ নং বুথে তৃণমূলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
৯:৩০: পূঃ বর্ধমানের ২৯১ নং বুথে তৃণমূল এজেন্টকে ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
৯:২৯: পূর্ব বর্ধমানের ১২১ নং বুথে বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৯:২৮: বর্ধমান দক্ষিণ ২৯১ ২৯২ বুথের বাইরে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রায় ১০-১২টি বাইক ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
৯:২৬: ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী মদন মিত্রর।
৯:২৩: মন্তেশ্বরে বিজেপির হুমকি, প্রতিবাদে হেলমেট পরে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী
৯:১৯: খণ্ডঘোষ বিধানসভার গলসি ২ নম্বর ব্লকের ১৫ নম্বর বুথে ইভিএম খারাপ
৯:১৮: জামালপুর বিধানসভার ৮০ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণ শুরু করা যায়নি
৯:১৭: রায়না বিধানসভার ৯৪ নম্বর বুথে ইভিএম খারাপ, ভোটগ্রহণ শুরু হয়নি
৯:১৬: কালনা শহরের ২১০ নম্বর বুথে ইভিএমে সমস্যা, পূঃ বর্ধমানের মেমারিতে ৪৩ নং বুথে ইভিএম খারাপ। বন্ধ ভোটগ্রহণ প্রক্রিয়া
৯:১৫: শান্তিপুরের ১২৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তুলল তৃণমূল।
৯:১২: বিধাননগর বিধানসভা কেন্দ্রে কালিন্দিতে সুজিত বসুকে বুথে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় বাহিনী, কামারহাটিতেও মদন মিত্রকে বাধা দেয় বাহিনী
৯.১০ঃ সকাল সকাল ভোট দিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্য়ের বিদায়ী মন্ত্রী গৌতম দেব।
৯:০৫: লেকটাউনের কালিন্দীতে সাধারণ ভোটারদের সঙ্গে ভোটের লাইনে দমদমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ব্রাত্য বসু।
৯.০০ সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৪% ভোটদান
৮:৪২: মন্তেশ্বরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পুলিশের উপস্থিতিতে ভোট দিতে গেলেন সাধারণ মানুষ
৮:৪০: কামারহাটির ১১২, ১৩৭ নং বুথে ইভিএম বিকল, বিধাননগরের ২৭৯এ বুথে ইভিএম বিকল, রাজারহাট-নিউটাউনের ২, ৫৯ বুথে ইভিএম বিকল। প্রশ্নের মুখে কমিশন
৮:৩৮: বারাসতের ১৪৯ নম্বর বুথে ইভিএমের সমস্যা, দেরিতে শুরু হল ভোটগ্রহণ
৮:৩৯: দমদমের ৬ নং ওয়ার্ডে একাধিক জায়গায় ইভিএম বিকল, হয়রানি ভোটারদের
৮:৩৭: কামারহাটির ১১২ নং বুথে ইভিএমে সমস্যা, নাজেহাল ভোটাররা
৮:৩৬: রাজারহাট-গোপালপুরের ৩৮-৪১ নং বুথে ইভিএম সমস্যা, ভোটগ্রহণ শুরু হয়নি। হয়রান সাধারণ ভোটার
৮:৩৫: কল্যাণীতে রাস্তা বন্ধ করে বিক্ষোভরত বিজেপি কর্মী-সমর্থকদের তাড়া করে সরাল কেন্দ্রীয় বাহিনী
৮.২১ কামারহাটিতে ভোট দিলেন মদন মিত্র
৮:২০: বহিরাগতদের নিয়ে গুন্ডামি করছে বিজেপি, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বললেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র
৮:১৬: বরানগরে কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার অভিযোগ সাধারণ মানুষের
৮.০৮ : রাজ্যজুড়ে ভোটকেন্দ্রের বাইরে লম্বা লাইন ভোটারদের। দেখুন সল্টলেকের চিত্র
৮:০৭: মন্তেশ্বরের ৪০ এবং ৪১ নম্বর বুথে তৃণমূল এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৮:০৮: নিউটাউনে বাইকে গুন্ ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
৮:০৫: বুথ পরিক্রমা করার আগে দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন কামারহাটি তৃণমূল প্রার্থী মদন মিত্র
৭:৪৭: বিজেপি কোনও ফ্যাক্টর নয়। আমরাই জয়ী হব। এখন আমরা তৃণমূলের সাথে জোটে রয়েছি। ফল ভালোই হবে: ভোট দিয়ে বললেন বিমল গুরুং
৭:৪৬: দার্জিলিঙে ভোট দিলেন গজমুমু নেতা বিমল গুরুং
৭:২০: পূর্ব বর্ধমানের সরাইটিকরে বুথে এজেন্ট বসানো নিয়ে অশান্তি
৭:১৭: বর্ধমানের রায়নার ৯৪,১৬৬ ও ১৭০ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় এখনও পর্যন্ত ভোট গ্রহণ সম্ভব হয়নি
৭:১৩: দার্জিলিংয়ের ১৮১ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোটগ্রহণ স্থগিত
৭:১০: মিনাখাঁর শালিপুর গ্রামে সংঘর্ষ। তৃণমূলের পতাকা ছিড়লো মোর্চা
৭:০৫: কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ।
৭:০২: রাজারহাট-নিউটাউন এলাকায় তৃণমূল এজেন্টের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
৭:০১: রাজারহাট-নিউটাউন এলাকায় তৃণমূল এজেন্টকে হুমকি, অভিযুক্ত বিজেপি