মুকুলকে তৃণমূলে ফেরত নিলেন না মমতা? নেওয়া হবে না রাজীবকেও?
যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। মুকুল রায়কে (Mukul Roy) দলে ফেরাতে প্রস্তুত নন মমতা। তৃণমূলের এই সিদ্ধান্তে সবথেকে বেশি খুশি হয়েছে দলের তৃণমূল (Trinamool) স্তরের নেতা এবং কর্মীরা বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে।
জানা যাচ্ছে, গতকাল তৃণমূলের সভাপতি ও একদা পুরোনো সঙ্গী সুব্রত বকশির সঙ্গে বিধানসভায় কথা হয় মুকুলের। জল্পনা শুরু হয় যে সুব্রত বকশির মাধ্যমেই মমতাকে আবেদন জানিয়েছেন মুকুল। কিন্তু সেই আবেদন নাকি বাতিল করেছেন মমতা।
পরে আজ কিছুক্ষণ আগে মুকুল রায় নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেন, “আমি বিজেপিতে আছি।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে রাজ্য বিজেপিতে মুকুল রায়কে কোন ঠাসা করার বিষয়টিতে তিনি কার্যত এক ঘরে হয়ে যাওয়ার ফলে দল ছাড়তে পারেন বলেন নানা জল্পনা তৈরি হয়েছিল বাংলা রাজনৈতিক মহলে। এমনকি গতকাল রাজ্য বিধানসভার বিধায়ক পদে শপথ নেওয়ার পরেও দলের হুইপ কার্যত অমান্য করে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠক বয়কট করে বেরিয়ে যান তিনি।